হোম > অর্থনীতি

বিইআরসির গণশুনানি

গ্যাসের দাম দ্বিগুণ বাড়ানোর প্রস্তাবে তীব্র বিক্ষোভ, হট্টগোল

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ছবি: সংগৃহীত

শিল্প খাতে গ্যাসের দাম ১০০ শতাংশের বেশি বাড়ানোর প্রস্তাব করেছে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো। এই প্রস্তাব নিয়ে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে ব্যাপক হট্টগোল হয়েছে।

বিইআরসির মূল্যায়ন কমিটি গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর এই প্রস্তাবকে যৌক্তিক মনে করলেও ব্যবসায়ীরা বলছেন, এই প্রস্তাব দেশের শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই দাম বাড়ালে শিল্পকারখানা চালানো সম্ভব হবে না।

বুধবার দুপুর ১২টায় শুরু হয় জেরা পর্ব। প্রথমে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম প্রায় ৫০ মিনিট কথা বলেন। তিনি বলেন, গ্যাসের দাম বাড়লে সব পণ্য আমদানি করে দেশ আমদানিনির্ভর হয়ে যাবে। এই প্রস্তাব ভয়ংকর গণবিরোধী। এই গণশুনানি বন্ধ করতে হবে।

এ সময় ব্যবসায়ী, ক্যাব এবং অন্য সংগঠনের প্রতিনিধিরা শুনানি বন্ধের দাবিতে স্লোগান শুরু করেন। বক্তব্যের শেষে ৩ দফা দাবি জানিয়ে শামসুল আলম অবশিষ্ট পর্ব থেকে ওয়াকআউট করেন।

এরপর রুহিন হোসেন প্রিন্সের বক্তব্যের সময়ও উপস্থিত বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি ও শিল্পমালিকেরা শুনানি বন্ধের দাবিতে স্লোগান দেন। বিইআরসির চেয়ারম্যান বারবার তাঁদের থামানোর চেষ্টা করলেও হট্টগোল চলতে থাকে।

এই প্রস্তাব আগামী রোববারের মধ্যে খারিজ করার দাবি জানিয়ে ছাত্রসংগঠনের প্রতিনিধিরা বলেন, দাবি না মানলে এই আবেদন আন্দোলনে রূপ নিতে পারে। হট্টগোলের একপর্যায়ে নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগে মধ্যাহ্নবিরতি ঘোষণা দিয়ে হলরুম থেকে বের হন চেয়ারম্যান।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি: প্রকল্প ৮৫৬টি, বরাদ্দ শূন্য

চট্টগ্রাম বন্দরে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব উদ্বৃত্ত

অর্থ বিভাগের কর্মশালা: সরকারের অনিশ্চিত দায় ৬.৩৯ লাখ কোটি টাকা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত