হোম > অর্থনীতি

রাশিয়াকে সহায়তা: ভারত ও চীনের প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউর

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করায় ভারত, চীনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের অন্তত দুই ডজন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে ইইউর তরফ থেকে। 

ইইউ প্রস্তাবিত এই নিষেধাজ্ঞার খসড়ার বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, চীনা প্রতিষ্ঠান ছাড়াও ভারত, তুরস্ক, হংকং, শ্রীলঙ্কা, কাজাখস্তান, থাইল্যান্ড ও সার্বিয়ারও বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই এই প্রথমবারের মতো নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে। তবে প্রস্তাবটি অনুমোদিত হয়নি বিধায় প্রতিষ্ঠানগুলোর নাম এখনো প্রকাশ করা হয়নি। 

প্রস্তাবিত এই নিষেধাজ্ঞার আওতায় উল্লিখিত দেশগুলোর নিষেধাজ্ঞাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কোনো প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করতে পারবে না। এর আগেও ইইউ বেশ কয়েক দফায় বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেগুলো বাস্তবায়িত হয়নি। 

মূলত ইইউভুক্ত অনেক দেশই চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে। এর মধ্যে জার্মানি উল্লেখযোগ্য। কারণ, দেশটির অন্যতম রপ্তানি বাজার হলো চীন। বিশেষ দেশটির সবচেয়ে বড় গাড়ি রপ্তানির বাজার হলো চীন। ফক্সওয়াগনসহ জার্মান ব্র্যান্ডগুলো বিপুল পরিমাণ গাড়ি রপ্তানি করে চীনে। 

নিয়ম অনুসারে, কোনো নিষেধাজ্ঞা প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস না হলে তা আইনে পরিণত হয় না। তাই এবারও এই নিষেধাজ্ঞার খসড়া প্রস্তাব পাস হবে কি না, তা নিয়ে সংশয় আছে। 

ব্লুমবার্গের কাছে আসা নথি বিশ্লেষণ করে গণমাধ্যমটি জানিয়েছে, মূলত উল্লিখিত দেশগুলোর প্রযুক্তি ও ইলেকট্রনিকস কোম্পানিগুলোকে এই নিষেধাজ্ঞা প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব কোম্পানির বিভিন্ন পণ্য রাশিয়াকে সমরাস্ত্র তৈরিকে সহায়তা করছে বলে অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের।

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে