হোম > অর্থনীতি

চার মাস পর লেনদেন ৮০০ কোটি ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে দেশের পুঁজিবাজারে। গতকাল মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৪ মাস পর ৮০০ কোটি টাকার ঘরে উঠে এসেছে।

সেই সঙ্গে আগের দিনের ধারাবাহিকতা বজায় রেখে সূচকেও যোগ হয়েছে বড় পয়েন্ট। দিনের শুরু থেকেই বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বেড়ে লেনদেন হয়। তবে শেষ দিকে কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। তারপরও সব কটি সূচকের মোটামুটি বড় উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে। 

ডিএসইতে সব মিলিয়ে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৭৯টির ও অপরিবর্তিত ছিল ১৭৩টির। এর প্রভাবে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩১ পয়েন্টে উঠে এসেছে। এ নিয়ে চলতি সপ্তাহের তিন দিনে সূচকে যোগ হয়েছে প্রায় ৩০ পয়েন্ট। 

সব কটি সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৮০০ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ৬৭৪ কোটি ২৭ লাখ টাকা। এতে লেনদেন বেড়েছে ১২৬ কোটি ৫৭ লাখ টাকা। এর মাধ্যমে গত বছরের ২০ সেপ্টেম্বরের পর বাজারটিতে সর্বোচ্চ লেনদেন হলো। ওই দিন লেনদেন হয় ৮৫৫ কোটি ৪৭ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৫টির এবং ৮৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯ কোটি ৩৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭ কোটি ৬৩ লাখ টাকা।

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সঞ্চয়পত্র আগের সুদে বিক্রয় শুরু রোববার

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেক্সিমকো জোর করে সুকুক বন্ড বিক্রি করে দেশের বন্ড বাজার ক্ষতিগ্রস্ত করেছে: গভর্নর

নতুন ইসলামি সুকুক বন্ড আনছে সরকার: গভর্নর

ইসলামি ব্যাংকিং শুধু ধর্মীয় আবেগ নয়, পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা: গভর্নর

সুদের হার হঠাৎ কমানো সহজ সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত