হোম > অর্থনীতি

র‍্যাডিসন ব্লু-তে মাসব্যাপী ‘নূর-ই-রমজান’ উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

র‍্যাডিসন ব্লু-তে মাসব্যাপী ‘নূর-ই-রমজান’ আয়োজন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর পাঁচতারকা হোটেল র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন পবিত্র রমজান উপলক্ষে আয়োজন করেছে ‘নূর-ই-রমজান’, যার প্রাইম ইভেন্ট পার্টনার ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এই আয়োজনে থাকছে বিলাসবহুল ইফতার কাম ডিনার বুফে, রমজান স্টেকেশন প্যাকেজ ও বিশেষ ইফতার টেকঅ্যাওয়ে বক্স।

উৎসব হলে রাজকীয় ইফতার ও ডিনার বুফে

রমজানের বিশেষ মুহূর্তগুলো উপভোগ করতে র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ‘উৎসব হল’কে সাজিয়েছে মধ্যপ্রাচ্যের আদলে। অতিথিরা এখানে উপভোগ করতে পারবেন ৮ হাজার ৫০০ টাকা নেট মূল্যের ইফতার কাম ডিনার বুফে, যেখানে থাকছে রমজানের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আন্তর্জাতিক স্বাদের বিশেষ আয়োজন।

বুফেতে রয়েছে গুরমে আরবীয় মেজ্জা, ধীর আঁচে রান্না করা খাসির হালিম, সুগন্ধি চিকেন মান্দি ও লাইভ কার্ভিং স্টেশনে বিশেষভাবে মেরিনেট করা ‘হোল ল্যাম্ব ওউজি’। এ ছাড়া পাওয়া যাবে গ্রিলড সি-ফুড, শাওয়ারমা র‍্যাপ, ফালাফেল, কাবাবসহ নানা সুস্বাদু পদ। মিষ্টির আয়োজনে রয়েছে কুনাফা, উম্মে আলী, পেস্তাবাদাম বাকলাভা ও হাতের তৈরি তুর্কি মিষ্টি।

বিশেষ অফারের আওতায় নির্দিষ্ট ব্যাংক কার্ডধারীরা পাবেন ‘বাই ১ গেট ১’ অফার, আর সিটি ব্যাংকের প্লাটিনাম কার্ডধারীদের জন্য থাকছে ‘বাই ১ গেট ২’ সুবিধা।

এক্সক্লুসিভ ইফতার টেকঅ্যাওয়ে–ঘরেই উপভোগ করুন বিলাসবহুল ভোজ

যাঁরা বাড়িতে থেকে রমজানের সুস্বাদু খাবার উপভোগ করতে চান, তাঁদের জন্য র‍্যাডিসন ব্লু নিয়ে এসেছে পাঁচটি প্রিমিয়াম ইফতার টেকঅ্যাওয়ে বিকল্প—

রমজান টেকঅ্যাওয়ে গোল্ড এক্সক্লুসিভ বক্স–৩,৬০০ টাকা

ইফতার টেকঅ্যাওয়ে বক্স (দুজনের জন্য এক্সক্লুসিভ)–৮,৫০০ টাকা

স্পেশাল ও এক্সক্লুসিভ সুইট গিফট হ্যাম্পার বক্স (প্রিমিয়াম)–৮,৫০০ টাকা

স্পেশাল মাটন হালিম টেকঅ্যাওয়ে (প্রতি কেজি)–৩,০০০ টাকা

ঘি স্পেশাল ফ্রাইড জিলাপি (প্রতি কেজি)–২,৫০০ টাকা

র‍্যাডিসন ব্লু-তে ইফতারসামগ্রীর পসরা। ছবি: আজকের পত্রিকা

প্রতিটি বক্সে থাকছে প্রিমিয়াম খেজুর, বিভিন্ন কাবাব, র‍্যাডিসন স্পেশাল হালিম, সুগন্ধি বিরিয়ানি ও সিগনেচার মিষ্টান্ন।

এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ডাচ-বাংলা ব্যাংক ও সিটি ব্যাংকের নির্দিষ্ট কার্ড ব্যবহারকারীরা প্রিমিয়াম সুইট টেকঅ্যাওয়ে বক্সে ২০% ছাড় পাবেন।

র‍্যাডিসন ব্লু-তে ইফতারসামগ্রীর পসরা। ছবি: আজকের পত্রিকা

বিলাসবহুল রমজান স্টেকেশন–প্রশান্তিময় অবকাশ

রমজান মাসে অতিথিদের জন্য র‍্যাডিসন ব্লু দিচ্ছে বিশেষ স্টেকেশন প্যাকেজ, যার মূল্য শুরু ১২,২০০+ টাকা থেকে। এই স্টেকেশন অফারে অতিথিরা উপভোগ করতে পারবেন এক প্রশান্তিময় বিলাসবহুল অবকাশ।

অনুষ্ঠানে র‍্যাডিসন ব্লু-র ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম, ডিরেক্টর অব ফুড অ্যান্ড বেভারেজ কাজী সাজেদুল হাইসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস