হোম > অর্থনীতি

পুঁজিবাজারের উন্নয়ন ছাড়া অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারের উন্নয়ন ছাড়া কোনোভাবেই দেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু। আজ সোমবার রাজধানীর খিলক্ষেতে ডিএসই ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। 

অধ্যাপক হাসান বাবু বলেন, ‘পুঁজিবাজার এখন উন্নয়নে একটু পেছনের দিকে রয়েছে। তবে আমরা যদি সততা নিয়ে কাজ করি, তাহলে পুঁজিবাজার দাঁড়িয়ে যাবে। আমাদের সাহসী লিডারশিপে যদি আপনারা সব স্টেকহোল্ডার সততা নিয়ে পাশে থাকেন, তাহলে উন্নয়নের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাব।’ 

সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, ‘আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে তখনই সম্মান দেখাতে পারব, যখন দুর্নীতিকে পরাস্ত করে স্বাধীনতার চেতনাকে জাগ্রত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।’ 

ডিএসইর সাবেক চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, ‘আমাদের দেশে অনেক নেতা ছিলেন, ভবিষ্যতেও হবেন। এই নেতাদের মাঝে বঙ্গবন্ধুকে আলাদাভাবে বঙ্গবন্ধু করার কারণ হলো, ওনার আগে আর কোনো নেতা একা পুরো বাঙালিকে কোনো একটি বিষয় নিয়ে ঐক্যবদ্ধ করতে পারেননি। বঙ্গবন্ধুর এই বৈশিষ্ট্যের কারণেই আমরা স্বাধীন হতে পেরেছি।’ 

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান বলেন, ‘বিদেশে যখনই গিয়েছি, তখনই দেখেছি বাংলাদেশ শুনলেই সবাই বলত শেখ মুজিবুর রহমানের কথা। বাংলাদেশ মানেই যেন শেখ মুজিবুর রহমান।’ 

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বাংলাদেশ যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তার রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেও ভিত্তি প্রস্তর করে গিয়েছিলেন বঙ্গবন্ধু। 

পুঁজিবাজারে অস্থিরতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, অনিয়ন্ত্রিত বা অস্থির বাজারকে কীভাবে আরও উন্নত ও স্থিতিশীল করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। 

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা বলেন, দেশের অগ্রগতি সম্ভব হয়েছে ভিশনারি নেতৃত্ব ও ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার জন্য। জাপানিরা গবেষণা করে দেখেছেন, বাংলাদেশ ভবিষ্যতের বিজনেস হাব। বাংলাদেশ সামনে অনেক এগিয়ে যাবে। তারা ইতিমধ্যে কক্সবাজার অর্থনৈতিক জোনে অনেক ধরনের বিনিয়োগ করেছে। 

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান বলেন, যদি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের অগ্রযাত্রাকে লাইনচ্যুত করা না হতো, তবে দেশ আজ বঙ্গবন্ধুর হাত ধরে আরও এগিয়ে যেত। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. সাইফুর রহমান মজুমদার। এ ছাড়া ডিএসইর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশীদ লালী, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও ও বুলবুল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এএস শাহুদুল হক বুলবুল বক্তব্য রাখেন।

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস

বাড়ল মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ

ইবিএলের ‘এক্সিলেন্স ইন বিজনেস অ্যাওয়ার্ড’ পেল ফার্স্টট্রিপ

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

কুয়েতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করবে চীন, ৪.১ বিলিয়ন ডলারের চুক্তি

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় সোনার দাম