হোম > অর্থনীতি

বিজিএমইএর প্রশাসকের মেয়াদ আরও চার মাস বাড়াল বাণিজ্য মন্ত্রণালয়

আজকের পত্রিকা ডেস্ক­

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেনের মেয়াদ আরও চার মাস বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে আগামী ১৬ জুন পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ গত সপ্তাহে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ২০ অক্টোবর চার মাসের জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, বিজিএমইএর নির্বাচনপ্রক্রিয়া শুরুর জন্য তফসিল ঘোষণা করা হলেও অনাকাঙ্ক্ষিত বিভিন্ন কারণে তা সম্পন্ন করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে প্রশাসক তাঁর মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। সেই পরিপ্রেক্ষিতে দুই শর্তে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শর্ত দুটি হলো

বিজিএমইএর সংঘস্মারক ও সংঘবিধি অনুসরণ করে পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন করতে হবে।

মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

বিজিএমইএর নির্বাচন ঘিরে সংগঠনটির দুই জোট—সম্মিলিত পরিষদ ও ফোরামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ফোরামের নেতারা বিজিএমইএর সভাপতিসহ পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবি তোলেন। ৭ আগস্ট তাঁরা পর্ষদের ওপর অনাস্থা জানিয়ে স্মারকলিপি দেন, যা নিয়ে সম্মিলিত পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে হট্টগোল হয়।

এরপর, গত বছরের মার্চে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ১৯ আগস্ট বিজিএমইএর পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালককে চিঠি দেয় ফোরাম। প্রায় আড়াই মাসের টানাপোড়েন শেষে ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় বিজিএমইএর পরিচালনা পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দেয়।

ছয় মেগা প্রকল্পের মেয়াদ আবার বাড়াচ্ছে সরকার

নিষিদ্ধ করতে চায় সরকার, আপত্তি খাতসংশ্লিষ্টদের

আড়াই লাখ ছাড়িয়ে সোনার দামে নতুন রেকর্ড

নিপ্পন পেইন্টকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

এমএসএমই খাতের বৈশ্বিক প্রসারে সরকারি নীতিসহায়তা ও ব্র্যান্ডিং জরুরি

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শোক

বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর

পরিবারতন্ত্রের মাধ্যমে দেশের ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে: গভর্নর