আগামী ১৫ দিনের মধ্যে গ্যাসের সমস্যা কেটে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরিবহন সেক্টরে গ্যাসের সরবরাহ কমিয়ে উৎপাদন কারখানায় সরবরাহ বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, বাজারে গ্যাসের সরবরাহ বাড়লে চিনির উৎপাদন বাড়বে। গ্যাসের স্বল্পতার কারণে চিনি উৎপাদন ব্যাহত হচ্ছে। শিগগিরই চিনির উৎপাদন ও সরবরাহ বাড়বে এবং সরকারনির্ধারিত দামে বাজারে চিনি পাওয়া যাবে। আগামী জানুয়ারি পর্যন্ত দেশের চিনির কোনো সংকট হবে না।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বেসরকারি প্রতিষ্ঠানের গমবোঝাই একটি জাহাজ আটকে ছিল, সেই জাহাজ ইতিমধ্যে বন্দরে পৌঁছেছে। ৫৫ হাজার মেট্রিক টন গম দেশে এসেছে।
ডলারের কারণে আন্তর্জাতিক দাম বাড়ায় বাজারে ডালের দাম কিছুটা বাড়তে পারে বলে জানান মন্ত্রী। তবে দাম বাড়ানোটা যৌক্তিক কি না, তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।