হোম > অর্থনীতি

চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথম ব্যবহারকারী আন্তর্জাতিক ফ্লাইট হবে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথম ব্যবহারকারী আন্তর্জাতিক ফ্লাইট হবে ইউএস-বাংলা এয়ারলাইনস। এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া (এএআই) চেন্নাই বিমানবন্দরে সদ্য উদ্বোধন হওয়া নতুন টার্মিনালের একটি ট্রায়াল রানের অংশ হিসেবে আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার মাধ্যমে অপারেশন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। 

আজ শনিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া (এএআই) সম্পূর্ণ অপারেশন স্থানান্তর করার আগে একটি পরীক্ষার অংশ হিসেবে নতুন টার্মিনালের মাধ্যমে একটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে। ইউএস-বাংলা এয়ারলাইনসকে পছন্দ করায় ইউএস-বাংলা কর্তৃপক্ষ সম্মানিত বোধ করছে এবং এয়ারপোর্ট অথোরিটি অব ইন্ডিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছে। ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে সপ্তাহে প্রতিদিন ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস। 

চেন্নাই বিমানবন্দরের ডিরেক্টর শারদ কুমার বলেন, সব সিস্টেম ঠিকঠাক কাজ করছে কি না, তা খুঁজে বের করার জন্য এটি একটি ট্রায়াল হবে। কারণ সবকিছুই নতুন। যাত্রীরা কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে কি না, তা খুঁজে বের করতেও এটি আমাদের সাহায্য করবে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনস বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। ভারতের চেন্নাই ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিদিন কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

সিএমজেএফের সভাপতি মনির হোসেন, সম্পাদক আহসান হাবিব

শিপিং এজেন্ট লাইসেন্স নিতে লাগবে না এনবিআরের পূর্বানুমোদন

খালেদা জিয়ার কবরে বিজিএমইএর শ্রদ্ধা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: হুন্ডি নিয়ন্ত্রণে রেমিট্যান্সে জোয়ার

ঊর্ধ্বমুখী সূচকে নতুন বছরের শুরু

গ্যাস-সংকট: এবার ভোক্তার পকেট কাটছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা

বাজারদর: নতুন বছরে চালের বাজারে স্বস্তি

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

ইভি বিক্রিতে রেকর্ড চীনের বিওয়াইডির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল