হোম > অর্থনীতি

আগের সূচিতে ফিরছে ব্যাংক ও পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি অফিস-আদালতের মতো ব্যাংক ও পুঁজিবাজারের কর্মসূচিও চলবে আগের নিয়মে। আজ বুধবার থেকে দেশের সব ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন করা যাবে। আর সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে। অন্যদিকে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। বাংলাদেশ ব্যাংক ও স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, পরিস্থিতি উন্নতি হওয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের কর্মঘণ্টা হবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে লেনদেন করা যাবে বিকেল ৪টা পর্যন্ত। 

পাঁচ দিন সীমিত সময়ে লেনদেনের পর পুঁজিবাজারও স্বাভাবিক সূচিতে ফিরছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে আড়াইটা পর্যন্ত। এর মধ্যে শেষের ১০ মিনিট থাকবে ক্লোজিং সেশন।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষে ১৮ জুলাই থেকেই স্থবির হয়ে পড়েছিল রাজধানীর জনজীবন। পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়লে ১৯ জুলাই রাত ১২টা থেকে দেশজুড়ে কারফিউ জারি করে সরকার। কারফিউর মধ্যে ২১ থেকে ২৩ জুলাই ছিল সাধারণ ছুটি। 
কারফিউ কিছুটা শিথিল হলে ২৪ জুলাই অফিস খোলে। ব্যাংক ও পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়। ওই দফায় দুই দিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলে। আর পুঁজিবাজারে লেনদেন চলে বেলা ২টা পর্যন্ত।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি: প্রকল্প ৮৫৬টি, বরাদ্দ শূন্য

চট্টগ্রাম বন্দরে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব উদ্বৃত্ত

অর্থ বিভাগের কর্মশালা: সরকারের অনিশ্চিত দায় ৬.৩৯ লাখ কোটি টাকা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত