হোম > অর্থনীতি

ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১৩৯১ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফের বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বৃহস্পতিবার প্রতি কেজি গ্যাসে মূসকসহ ১১৫ দশমিক ৮৮ টাকা সমন্বয় করে এই ঘোষণা দেয়, যা আগে ছিল ১০৩ দশমিক ৩৪ টাকা।

সেই পরিপ্রেক্ষিতে ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১৫১ টাকা বেড়েছে। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৩৯১ টাকায়, যা আগে ছিল ১ হাজার ২৪০ টাকা

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই এই দাম কার্যকর হবে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসকসহ মূল্য ৫.৫ কেজি ৬৩৭ টাকা; ১২ কেজি ১ হাজার ৩৯১ টাকা; ১২.৫ কেজি ১ হাজার ৪৪৯ টাকা; ১৫ কেজি ১ হাজার ৭৩৮ টাকা; ১৬ কেজি ১ হাজার ৮৫৪ টাকা; ১৮ কেজি ২ হাজার ৮৬ টাকা; ২০ কেজি ২ হাজার ৩১৮ টাকা; ২২ কেজি ২ হাজার ৫৪৯ টাকা; ২৫ কেজি ২ হাজার ৮৯৭ টাকা; ৩০ কেজি ৩ হাজার ৪৭৬ টাকা; ৩৩ কেজি ৩ হাজার ৮২৪ টাকা; ৩৫ কেজি ৪ হাজার ৫৫ টাকা এবং ৪৫ কেজি ৫ হাজার ২১৫ টাকা।

সবশেষ চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করে বিইআরসি। এর আগে গত বছরের ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি, যা ছিল গত বছরের সর্বোচ্চ দাম। পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে ১ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন:

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি