হোম > অর্থনীতি

বিমা দাবি পরিশোধে গুরুত্ব দেওয়া উচিত আইডিআরএর: কাজিম উদ্দিন

আজকের পত্রিকা ডেস্ক­

বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) বার্ষিক সাধারণ সভা। ছবি: সংগৃহীত

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সব কোম্পানির বিমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজিম উদ্দিন।

রোববার (২৯ ডিসেম্বর) বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) বার্ষিক সাধারণ সভার (এজিএম) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর পল্টনের ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে এই সভা আয়োজন করা হয়।

কাজিম উদ্দিন বলেন, ‘বিমা খাতে নেতিবাচক ধারণা তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে লাইফ বিমা। অল্প কয়েকটি কোম্পানি সঠিকভাবে বিমা দাবি পরিশোধ না করায় পুরো সেক্টরে এই নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তাই নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে সব বিমা কোম্পানির উচিত বিমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি এই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে থাকে। আর এ জন্যই আমাদের কোম্পানি উত্তরোত্তর সাফল্য অর্জন করছে। এ কারণে ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। তাতে দেশের ৮২টি বিমা কোম্পানির মধ্যে এটি অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’

এরপর আইআরএফের এজিএম অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী আনোয়ার। ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। সদস্যদের সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের