হোম > অর্থনীতি

বিমা দাবি পরিশোধে গুরুত্ব দেওয়া উচিত আইডিআরএর: কাজিম উদ্দিন

আজকের পত্রিকা ডেস্ক­

বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) বার্ষিক সাধারণ সভা। ছবি: সংগৃহীত

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সব কোম্পানির বিমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজিম উদ্দিন।

রোববার (২৯ ডিসেম্বর) বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) বার্ষিক সাধারণ সভার (এজিএম) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর পল্টনের ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে এই সভা আয়োজন করা হয়।

কাজিম উদ্দিন বলেন, ‘বিমা খাতে নেতিবাচক ধারণা তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে লাইফ বিমা। অল্প কয়েকটি কোম্পানি সঠিকভাবে বিমা দাবি পরিশোধ না করায় পুরো সেক্টরে এই নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তাই নিয়ন্ত্রক সংস্থা থেকে শুরু করে সব বিমা কোম্পানির উচিত বিমা দাবি পরিশোধে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি এই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে থাকে। আর এ জন্যই আমাদের কোম্পানি উত্তরোত্তর সাফল্য অর্জন করছে। এ কারণে ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। তাতে দেশের ৮২টি বিমা কোম্পানির মধ্যে এটি অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’

এরপর আইআরএফের এজিএম অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী আনোয়ার। ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। সদস্যদের সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস