হোম > অর্থনীতি

সয়াবিন তেল ও লেবুর দাম ভোগাচ্ছে ক্রেতাদের

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

প্রতিবছর রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়ে। এই বছরও এর কোনো ব্যতিক্রম হয়নি। বিশেষ করে, লেবু, বেগুন, শসা, কাঁচা মরিচ ও আলুর দাম বেড়েছে, তবে তা অতিরিক্ত নয়। চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দাম এখনো কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও লেবুর দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় রোজাদারদের জন্য একধরনের চাপ সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী, রেয়াজউদ্দিন, ঝাউতলা, চকবাজার ও কাজীর দেউড়িসহ বিভিন্ন বাজার পরিদর্শন করে জানা গেছে, বেগুনের দাম সাধারণ অবস্থায় রয়েছে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৬০ টাকার মধ্যে, যা গত বছরের তুলনায় বেশি নয়। তবে কাঁচা মরিচের দাম বেড়েছে, প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হচ্ছে; যা কয়েক দিন আগে ২৫ থেকে ৪০ টাকার মধ্যে ছিল। অন্যান্য সবজির দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি শসা ও ক্ষীরার দাম ৪০ থেকে ৫০ টাকার মধ্যে ওঠানামা করছে, যা এক সপ্তাহ আগে ১০-২০ টাকা কম ছিল। আলুর দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই সপ্তাহ আগে ১০০ টাকায় পাঁচ কেজি পাওয়া যেত।

তবে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে, লেবুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। প্রতি হালি লেবু এখন ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে এবং ডজনের দাম ২৬০ থেকে ২৮৫ টাকার মধ্যে ওঠানামা করছে। বাজারে লেবুর চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে রবি মৌসুমে সবজি উৎপাদনে ভালো ফলন হয়েছে, বিশেষ করে, ক্ষীরা, বেগুন ও টমেটোর ফলন বেশি হয়েছে। তবে বাজারে লেবুর দাম বাড়ানোর জন্য কোনো একক কারণ পাওয়া যায়নি।

এদিকে খুলনা জেলার বাজারে বোতলজাত ভোজ্যতেলের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। রোজার শুরুতে ব্যবসায়ীরা তেলের দাম ১০-১৫ টাকা বেশি নিয়ে অভিযোগ করেছেন। ১ লিটার বোতলের গায়ে ১৭৫ টাকা দাম থাকলেও তা ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। ২ ও ৫ লিটারের বোতল অনেক দোকানে পাওয়া যাচ্ছে না এবং তেলের সংকট আরও বেড়েছে। ব্যবসায়ীরা জানান, ডিলাররা তাঁদের বাধ্য করছে লবণ ও আটা কিনতে, যার ফলে তাঁদের খরচ বেড়ে যাওয়ায় তেলের দাম বাড়ানোর জন্য বাধ্য হচ্ছেন।

খুলনা জেলা প্রশাসন বাজার মনিটরিং করলেও তেলের দাম বাড়ানোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি। ক্রেতারা অভিযোগ করেছেন, প্রশাসন বাজারের দামে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হচ্ছে। তাঁরা আরও দাবি করেছেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

এভাবে রমজানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ক্রেতারা। বিশেষ করে, লেবু ও বোতলজাত তেলের দাম বাড়ার ফলে রোজাদারদের একধরনের চাপ অনুভূত হচ্ছে। তবে কিছু পণ্যের দাম সাধারণত স্বাভাবিক রয়েছে, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি এনেছে।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি: প্রকল্প ৮৫৬টি, বরাদ্দ শূন্য

চট্টগ্রাম বন্দরে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব উদ্বৃত্ত

অর্থ বিভাগের কর্মশালা: সরকারের অনিশ্চিত দায় ৬.৩৯ লাখ কোটি টাকা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত