হোম > অর্থনীতি

চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপের মেয়াদ বাড়াল ভারত

সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। যা প্রথমে ২০২৩ সালের ১৬ অক্টোবর পর্যন্ত এবং পরে তা বাড়িয়ে করা হয় ২০২৪ সালেন ৩১ মার্চ পর্যন্ত। তবে আজ বৃহস্পতিবার ভারত সরকার শুল্ক আরোপের সময়সীমা আরও এক ধাপ বাড়াল। এবার ৩০ এপ্রিল পর্যন্ত সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক দিতে হবে। এনডিটিভির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। 

এর আগে ভারত সরকার ২০২৩ সালের ২৫ আগস্ট শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। তারা জানিয়েছিল এই পদক্ষেপের কারণ পর্যাপ্ত স্থানীয় মজুত বজায় রাখা এবং দেশে দাম নিয়ন্ত্রণে রাখা। 

আগস্টে ভারত সরকার প্রিমিয়াম বাসমতি চালের আড়ালে সাদা নন-বাসমতি চালের সম্ভাব্য অবৈধ চালান সীমিত করার লক্ষ্যে টন প্রতি ১ হাজার ২০০ ডলারের নিচে রপ্তানির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়। 

ভারত সব জাতের নন-বাসমতি চালের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। তথ্যমতে দেশ থেকে রপ্তানিকৃত মোট চালের প্রায় ২৫ শতাংশ নন-বাসমতি সাদা চাল। 

তথ্যমতে, ২০২২ সালে ভারত ৭ দশমিক ৪ মিলিয়ন টন সেদ্ধ চাল রপ্তানি করেছে। 

বিশ্বের মোট চাল রপ্তানির ৪০ শতাংশেরও বেশি আসে ভারত থেকে। এই দেশটি থেকে চাল রপ্তানি কমে যাওয়ার অর্থ হলো বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়া।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত