হোম > অর্থনীতি

এপ্রিল-জুনে বেড়েছে বিনিয়োগের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিনিয়োগ প্রস্তাব বাড়ছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সর্বশেষ প্রতিবেদন বলছে, গত জুন মাস পর্যন্ত তিন মাসে সরকারের কাছে বিনিয়োগ প্রস্তাব দেওয়া নিবন্ধন বেড়েছে। এ সময়ে ২৫৪টি প্রতিষ্ঠান বিনিয়োগ প্রস্তাব দিয়েছে, যার মধ্যে ২২০টি স্থানীয় প্রতিষ্ঠান, ১৯টি বিদেশি কোম্পানি আর ১৫টি যৌথ বিনিয়োগ প্রস্তাব। বিডা সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ সময়ে কোম্পানিগুলো ৭৭ কোটি ৩৩ লাখ ডলারের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। আগের কোয়ার্টারে (জানুয়ারি-মার্চ) এ অঙ্ক ছিল ৩৩ কোটি ৮০ লাখ ডলারের। বিডা মনে করে বিনিয়োগ প্রস্তাবের এ প্রবৃদ্ধি বেশ আশাব্যঞ্জক।

এ বিনিয়োগ প্রস্তাবের মধ্যে সবচেয়ে বেশি এসেছে শিল্প খাতে, যা টাকার অঙ্কে ৫৭ কোটি ডলার। এর মধ্যে রাসায়নিক খাতে ৬ কোটি ৬২ লাখ ডলার, প্রকৌশল শিল্পে ৩ কোটি ৮০ লাখ ডলার, পোশাকশিল্পে ২ কোটি ৭৪ লাখ ডলার এবং মুদ্রণ ও প্রকাশনা শিল্পে এসেছে ১ কোটি ৭০ লাখ ডলারের বিনিয়োগ প্রস্তাব।

এর বাইরে বিদেশি কোম্পানির বিনিয়োগ প্রস্তাব এসেছে ২ কোটি ৬৪ লাখ ডলারের। বিডা জানায়, এসব প্রস্তাবিত বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়ন হলে দেশে অন্তত ৪৭ হাজার ১০৫ জনের কর্মসংস্থানের সুযোগ হবে।

জানা যায়, ডলারসহ অর্থনৈতিক নানান সংকটের সময়ে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থানে গতি ফেরানোর চাপ রয়েছে সরকারের ভেতরে। ফলে বিডার তথ্যানুযায়ী এসব বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়িত হলে ডলার-সংকট যেমন কিছুটা কমবে, তেমনি কর্মসংস্থান বাড়বে বলেও মনে করছে সংস্থাটি।­

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

তৈরি পোশাক রপ্তানি: ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে

এসএমই মেলায় ১৬ কোটি টাকার অর্ডার পেলেন উদ্যোক্তারা

আপেল, মাল্টা, কমলাসহ তাজা ফলের শুল্ক কমানোর সুপারিশ

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন