হোম > অর্থনীতি

জ্যাক গ্লোবাল পার্টনারস কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করল এনার্জিপ্যাক

বিজ্ঞপ্তি

ইপিজিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ছবি: বিজ্ঞপ্তি

সম্প্রতি চীনের হেফেইতে অনুষ্ঠিত জ্যাক গ্লোবাল পার্টনারস কনফারেন্স ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি (ইপিজিপিএলসি)। বাংলাদেশে জ্যাক মটরসের দীর্ঘদিনের পার্টনার এনার্জিপ্যাক।

ইপিজিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এই অনুষ্ঠানে শতাধিক দেশের ৬০০–এর বেশি অংশীদারকে একত্র করা হয়। এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও মোটরগাড়ি খাতের (অটোমোটিভ) উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত বিশেষজ্ঞেরা মবিলিটি ও আন্তর্জাতিক সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

‘উই উইল উইন’ (আমরা জিতব) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন এনার্জিভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে সমন্বিত (আন্তসীমান্ত) উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

জ্যাক গ্রুপের চেয়ারম্যান জিয়াং জিংচু আন্তর্জাতিক সম্প্রসারণের ওপর কোম্পানির কৌশলগত পরিকল্পনার দিকে জোর দিয়ে বলেন, ‘চীনা অটোমোবাইল কোম্পানিগুলো বিশ্ববাজারে বিশেষ করে নিউ এনার্জি ভেহিকল (এনইভি) খাতে শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছে। জ্যাক স্মার্ট ও টেকসই মবিলিটি নিশ্চিত করতে উদ্ভাবন অব্যাহত রাখবে; পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্য নতুন সুযোগ তৈরি করতে কাজ করে যাবে।

এনার্জিপ্যাক ও জ্যাকের পার্টনারশিপ বাংলাদেশে নতুন বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করবে। উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় অদূর ভবিষ্যতে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় বৈদ্যুতিক গাড়ি অ্যাসেম্বল ও বিক্রির কেন্দ্র (হাব) হিসেবে প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক পার্টনারশিপ ও নতুন উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করার মাধ্যমে কনফারেন্সটি শেষ হয়। একটি স্মার্ট ও সবুজ ভবিষ্যৎ নির্মাণে চীনা প্রতিষ্ঠানটির (জ্যাক) ভিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে টেকসই পরিবহন সমাধান নিশ্চিত করতে কাজ করে যাবে এনার্জিপ্যাক।

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৬ টাকা

র‌্যাংগস ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করল ‘অল-নিউ হোন্ডা NX 200’

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই