হোম > অর্থনীতি

হিলি বন্দর দিয়ে এসেছে ১০০ টন আলু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

ভরা মৌসুমে দেশে তৃতীয়বারের মতো দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। 

আজ শনিবার বেলা আড়াইটার দিকে ভারতীয় আলুবোঝাই ৪টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। 

এদিকে আমদানির খবরে দেশীয় আলু কেজিপ্রতি ৫ টাকা কমেছে।

প্রথম দিনে মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করে। আজ ভারতীয় চারটি ট্রাকে ১০০ টন আলু হিলি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রতি টন আলুর আমদানি মূল্য ১৫৫ মার্কিন ডলার।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে ৫২ জন আমদানিকারক প্রায় ৩২ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।’ 

আমদানিকারক প্রতিষ্ঠান মুক্ত এন্টারপ্রাইজ ভারত থেকে এ বন্দর দিয়ে আলু আমদানি শুরু করেছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে। বাংলাদেশে সব খরচ দিয়ে ২০ টাকা কেজির মধ্যে বিক্রি করা হবে।

এদিকে, আলু আমদানির খবরে হিলির বাজারে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি ৫ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের কার্ডিনাল আলু ৫ টাকা কমে ৩০ টাকা এবং ছোট জাতের পাটনা আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।

প্রক্রিয়াজাত-রপ্তানিতে কাঠামোগত সংকট: কৃষি-শিল্প সংযোগে বড় ঘাটতি

বাজারে নৈরাজ্য: এলপিজির সংকট নিরসনে সরকারের পাঁচ পদক্ষেপ

সোনার দাম ভরিতে কমল ১ হাজার ৪৯ টাকা

মানি লন্ডারিং প্রতিরোধে জনতা ব্যাংক ও বিএফআইইউর সভা

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপ পরিচালকদের সাক্ষাৎ

আইডিএলসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

বসুন্ধরায় নারী উদ্যোক্তাদের মেলা শুরু

বাংলাদেশকে ২ কোটি ১৮ লাখ ইউরো অনুদান দেবে জার্মানি

রেমিট্যান্সের অর্থ পেতে সর্বোচ্চ ২ কর্মদিবস লাগবে