হোম > অর্থনীতি

হিলি বন্দর দিয়ে এসেছে ১০০ টন আলু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

ভরা মৌসুমে দেশে তৃতীয়বারের মতো দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। 

আজ শনিবার বেলা আড়াইটার দিকে ভারতীয় আলুবোঝাই ৪টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। 

এদিকে আমদানির খবরে দেশীয় আলু কেজিপ্রতি ৫ টাকা কমেছে।

প্রথম দিনে মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করে। আজ ভারতীয় চারটি ট্রাকে ১০০ টন আলু হিলি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। প্রতি টন আলুর আমদানি মূল্য ১৫৫ মার্কিন ডলার।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে ৫২ জন আমদানিকারক প্রায় ৩২ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।’ 

আমদানিকারক প্রতিষ্ঠান মুক্ত এন্টারপ্রাইজ ভারত থেকে এ বন্দর দিয়ে আলু আমদানি শুরু করেছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আলুগুলো আমদানি করা হচ্ছে। বাংলাদেশে সব খরচ দিয়ে ২০ টাকা কেজির মধ্যে বিক্রি করা হবে।

এদিকে, আলু আমদানির খবরে হিলির বাজারে কমতে শুরু করেছে দাম। কেজি প্রতি ৫ টাকা কমেছে। বর্তমানে বড় জাতের কার্ডিনাল আলু ৫ টাকা কমে ৩০ টাকা এবং ছোট জাতের পাটনা আলু ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৫ টাকা দরে।

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে

ব্যবসায়িক সংগঠনের সনদ দেওয়ার ক্ষমতা থাকছে না

চট্টগ্রাম বন্দর: ৪৫ লাখ টন পণ্য নিয়ে ভাসছে বড় বড় জাহাজ

বাজারদর: সবজির দাম চড়া, চাল চিনি, মুরগিও ঊর্ধ্বমুখী

২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি ঘোষণা

এলপিজি সংকটের জন্য ইরান পরিস্থিতি দায়ী: বিইআরসি চেয়ারম্যান