হোম > অর্থনীতি

২০ জানুয়ারির পর শুরু হবে বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি মাসের ২০ জানুয়ারির পর শুরু হতে যাচ্ছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যদিও প্রতিবছর ১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। তবে এ বছর জাতীয় নির্বাচনের কারণে মেলা শুরু হতে দেরি। মেলা শুরুর জন্য প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে মেলার তারিখ ঘোষণা হবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী চলবে এই মেলা। যেদিনই শুরু হোক, তা চলবে এক মাস। ইতিমধ্যে মেলার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ স্টল নেওয়ার জন্য আবেদন করেছে। গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে।

ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান আজকের পত্রিকাকে বলেন, চলতি মাসের ২০-২৫ জানুয়ারির মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া সময় সাপেক্ষে মেলা উদ্বোধন করা হবে। মেলায় ৩৩১টি প্যাভিলিয়ন রয়েছে। বিশ্বের ১২-১৪টি দেশ মেলায় অংশগ্রহণ করে আসছে। ‘স্মার্ট বাংলাদেশ’ বিষয়টি হাইলাইটস করা হবে।

জানা গেছে, দর্শনার্থীদের প্রবেশ ফি গত বছরের মতোই রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের মেলায় প্রবেশের টিকিট মূল্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২৫ টাকা করা হয়েছে। গত বছর মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। এ বছর মূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে স্টলের ভাড়া ন্যূনতম ৩ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে সাধারণ স্টলের ৪ লাখ টাকা ও সংরক্ষিত স্টল ৪ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে।

স্টারলিংকসহ দেশি-বিদেশি বিনিয়োগে প্রাণচাঞ্চল্য

নিয়ম ভেঙে বাকিতে ব্যবসা কন্টিনেন্টাল ইনস্যুরেন্সের

এএমএল আবারও স্পটলাইটে

নিষিদ্ধ ঘনচিনির আরও ৪২০০ কেজি চালান জব্দ

দাবি মেনে নিয়ে ৬ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হলেন অর্থ উপদেষ্টা

বিডার অনুমতি ছাড়াই বিদেশি ঋণে মূলধনি যন্ত্রপাতি আমদানি করা যাবে

বাফুফের ডেভেলপমেন্ট পার্টনার বিএসআরএম

ভারতের বদলে ব্রাজিল থেকেই সবচেয়ে বেশি তুলা আনছে বাংলাদেশ

ভ্যাট আদায় হলেও অনেক সময় সরকারের কোষাগারে পৌঁছায় না: অর্থ উপদেষ্টা

জাতিসংঘের এমভিআই বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হলেন সিপিডির ফাহমিদা খাতুন