হোম > অর্থনীতি

পুঁজিবাজার ইস্যুতে আজ বসছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

ধসে পড়া পুঁজিবাজার নিয়ে অবশেষে সরব হলো সরকার। ধারাবাহিক দরপতন ও বিনিয়োগকারীদের ক্রমাগত আন্দোলনের পরিপ্রেক্ষিতে ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ ইস্যুতে আবারও উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক বসছে। আজ রোববার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৬ মে এ বৈঠকের প্রস্তাব দিয়ে চিঠি পাঠায়। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টি নিশ্চিত করে ফের চিঠিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং এফআইডির সচিব নাজমা মোবারেককে উপস্থিত থাকতে বলা হয়েছে।

তবে বাজারসংশ্লিষ্টদের মতে, এমন সংকটকালে মাত্র চারজনের উপস্থিতিতে বৈঠক যথেষ্ট নয়। বিনিয়োগকারীদের প্রশ্ন—বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ, এনবিআর, আইসিবি, স্টক এক্সচেঞ্জ, ব্রোকার, মার্চেন্ট ব্যাংকারদের ছাড়া বাজার উন্নয়নের রূপরেখা কীভাবে নির্ধারিত হবে?

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর কিছুটা ঘুরে দাঁড়ালেও, বিএসইসি চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদের আগমনের পর থেকেই ফের দুর্দশায় ঘুরপাক খাচ্ছে বাজার। বাজার মূলধন উড়ে গেছে ৪৮ হাজার কোটি টাকার বেশি, সূচক হারিয়েছে প্রায় হাজার পয়েন্ট। আস্থা হারিয়ে বিনিয়োগকারীরা বারবার রাস্তায় নামছেন, আর পদত্যাগ দাবি করছেন বর্তমান কমিশনের।

শুধু তা-ই নয়, এ সময়ে ২১ কর্মকর্তা বরখাস্ত ও ২ জনকে শোকজ করে নিজেদের ভেতরে শৃঙ্খলাহীন অবস্থায় পড়েছে বিএসইসি। এমন বাস্তবতায় সরকার যে বৈঠকে বসছে, সেটিকে বাজারসংশ্লিষ্টরা স্বাগত জানালেও, অংশগ্রহণকারীদের তালিকা নিয়ে তাঁরা প্রশ্ন তুলছেন—এ বৈঠকে সব কথা কী আদৌ উঠবে?

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি