হোম > অর্থনীতি

খেজুর আমদানিতে শুল্ক কমানোর পরও দাম কমা নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুল্ক কমানোর পরও খেজুরের দাম কমানো নিয়ে সন্দিহান আমদানিকারকেরা। তাঁরা দাবি করছেন, শুল্ক যে হারে বেড়েছে, তাতে বেশি দামে কেনা ও ডলারের বাড়তি দরের কারণে খুব বেশি দাম কমানোর সুযোগ নেই। খেজুর আমদানিকারকেরা বলেন, রমজান মাসে ৬০ হাজার টন খেজুরের চাহিদা রয়েছে। গত বছর খেজুর আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর ও ৫ শতাংশ অগ্রিম ভ্যাট ছিল। এবার সরকার কাস্টমস ডিউটি ২৫ শতাংশ, নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩ শতাংশ ও ১৫ শতাংশ ভ্যাট আরোপ করে। এতে শতকরা শুল্ক দিতে হচ্ছে ৫৩ শতাংশ।

শুধু তা-ই নয়, কেনার দামের চেয়ে বেশি দাম ধরে শুল্কায়ন করা হচ্ছে। এতে আমদানি ব্যয় অনেকটাই বেড়েছে। ফলে রোজায় সাধারণ মানুষের নাগালের বাইরে থাকবে খেজুর। 

খেজুর যাতে কোনো অবস্থায় গতবারের চেয়ে দাম বেশি না হয়, সে বিষয়ে নিয়ন্ত্রণ রাখার দাবি জানিয়েছে ক্যাব। সংগঠনের সভাপতি গোলাম রহমান বলেন, অতিরিক্ত শুল্কায়নের বিষয়টি কতটুকু সত্য, সে বিষয়ে এনবিআরে খোঁজ নিয়ে দেখা যেতে পারে। তবে ভোক্তা যাতে কষ্ট না পায়, সে বিষয়ে সরকারকে নজরদারি করতে হবে। 

বাংলাদেশ ফ্রেশ ফুড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি সিরাজুল ইসলাম বলেন, ‘গত বছর খেজুরের শুল্কায়ন ছিল টনপ্রতি ৫০০ ডলার। বর্তমানে তা বাড়িয়ে এক হাজার ডলার করা হয়েছে। ড্রাই কনটেইনারে কার্টনের খেজুরে গত বছর শুল্কায়ন ছিল এক হাজার ডলার। বর্তমানে তা বাড়িয়ে ২ হাজার ৫০০ ডলার, ১ হাজার ১০০ ডলারের শুল্কায়ন ২ হাজার ৭৫০ থেকে ৪ হাজার ডলার করা হয়েছে। এটা রীতিমতো আমাদের ওপর জুলুম।’ 

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প