হোম > অর্থনীতি

পেনশন স্কিমে উৎসাহিত করতে এবার ৬৪ জেলায় মেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সর্বজনীন পেনশন স্কিমে মানুষের অংশগ্রহণ বাড়াতে ব্যাপক প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। সব শ্রেণির মানুষকে এই স্কিমে অংশগ্রহণে উৎসাহিত করতে ৮ বিভাগে ও ৬৪ জেলায় মেলার আয়োজন করা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম মেলাটি ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগে। প্রথমবারের মতো এ মেলার আয়োজন করছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

খোঁজ নিয়ে জানা যায়, মেলায় ৭০টির মতো স্টল থাকবে। স্টলগুলোতে সর্বসাধারণের জন্য সর্বজনীন পেনশন স্কিমে সরাসরি রেজিস্ট্রেশন ও সর্বজনীন পেনশন স্কিমে অর্থ জমাদানের সুযোগ থাকবে। আর্থিক লেনদেনের জন্য সোনালী ব্যাংক, অগ্রণী, সিটি ও ব্র্যাক ব্যাংকের বুথ থাকবে।

বাংলাদেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিম চালু হলেও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। সরকারির বাইরে বেসরকারি খাতের অংশগ্রহণও কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। তাই সরকারের পক্ষ থেকে নানা চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে মেলার মতো আয়োজন। এভাবে আরও নানাভাবে প্রচার চালানোর চিন্তাও করছে মন্ত্রণালয়।

এর আগে দেশের সব বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পর্যায়ক্রমে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানও এর আওতায় আসতে পারে বলে জানা যায়।

আইন অনুযায়ী, সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় চারটি স্কিম রয়েছে। প্রথম হচ্ছে প্রবাসী স্কিম, প্রবাসী বাংলাদেশিদের জন্য। দ্বিতীয় হচ্ছে প্রগতি স্কিম, এটি বেসরকারি চাকরিজীবী ও প্রতিষ্ঠানের জন্য। তৃতীয় হচ্ছে সুরক্ষা স্কিম, এটি স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য। চতুর্থ হচ্ছে সমতা স্কিম, এটি স্বল্প আয়ের নাগরিকদের জন্য।

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা