হোম > অর্থনীতি

এনবিআর বিলুপ্তিতে রাজস্ব ব্যবস্থায় নির্বাহী কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে: টিআইবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তাদের মতে, এ পদক্ষেপ রাজস্ব ব্যবস্থাকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে।

আজ শনিবার (১৭ মে) পাঠানো এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নীতিনির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে স্বার্থসংঘাত, দুর্নীতি ও জবাবদিহির অভাব দীর্ঘদিনের সমস্যা। তাই বিকেন্দ্রীকরণের উদ্যোগ সময়োপযোগী হলেও, তা হতে হবে স্বচ্ছ ও পরামর্শনির্ভর।

টিআইবি বলছে, এনবিআর সংস্কারে গঠিত পরামর্শক কমিটির সুপারিশ উপেক্ষা করে অধ্যাদেশ জারি করায় এ উদ্যোগের স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, এভাবে হঠাৎ করে অধ্যাদেশ জারি করে রাজস্ব ব্যবস্থাকে অর্থ মন্ত্রণালয়ের অধীন বিভাগে পরিণত করা হলে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব বাড়বে, কমবে না। আন্তর্জাতিক মান অনুযায়ী, রাজস্বনীতি ও ব্যবস্থাপনায় একটি স্বাধীন ও আইনি সুরক্ষাসম্পন্ন সংস্থা থাকা জরুরি।

তিনি আরও বলেন, বাংলাদেশে কর ফাঁকি, চালান জালিয়াতি, দুর্নীতি ও রাজস্ব পাচার রোধ এখনো বড় চ্যালেঞ্জ। আয়কর ও ভ্যাট ব্যবস্থার ডিজিটাল রূপান্তর অসম্পূর্ণ, জবাবদিহি দুর্বল। এর ওপর পাবলিক অডিট অধ্যাদেশের মাধ্যমে সিএজির ক্ষমতা সংকুচিত হওয়ায় অনিয়মের সুযোগ আরও বেড়েছে।

টিআইবির আশঙ্কা, এই সংস্কার নামের কাঠামোগত পরিবর্তন রাজস্ব প্রশাসনের মূল লক্ষ্যকে বিভ্রান্ত করতে পারে। তারা মনে করে, শুধু বিভাগ আলাদা করলেই কাঙ্ক্ষিত ফল আসবে না—প্রয়োজন রাজনৈতিক প্রভাবমুক্ত স্বশাসিত কাঠামো ও প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা।

বিবৃতিতে টিআইবি অবিলম্বে অধ্যাদেশ স্থগিত করে বিশেষজ্ঞ, অংশীজন ও সংশ্লিষ্ট মহলের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ মূল্যায়নের মাধ্যমে নীতিনির্ধারণের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে মধ্যরাতে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ বাতিল করে অংশীজনদের মতামত নিয়ে সংস্কার এগিয়ে নেওয়ার দাবিতে গত বুধবার থেকে কলম বিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। আগামীকাল রোববার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ৬ ঘণ্টা কলম বিরতির ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ওই দিন দুপুরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা