হোম > অর্থনীতি

জুয়েলারি সামগ্রীর মেলা শুরু হচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে জুয়েলারি সামগ্রীর মেলা ‘বাজুস ফেয়ার-২০২৩ ’। তিন দিনব্যাপী এই মেলা আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। 

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাজুস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উত্তম বণিক এই মেলা আয়োজনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর হল নবরাত্রিতে বসবে জুয়েলারি সামগ্রীর এই মেলা। মেলায় দর্শনার্থীরা ১০০ টাকা টিকিট কেটে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন। 

সংবাদ সম্মেলনে উত্তম বণিক বলেন, ‘এবার নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় শুরু হতে যাচ্ছে এই মেলা। গতবারের চেয়ে এবারের মেলায় অনেক ভিন্নতা থাকবে। এবার আরেকটু গোছানো থাকবে। গতবারের চেয়ে এবার মেলা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। জুয়েলারি শিল্পকে দেশ-বিদেশে নতুন করে তুলে ধরতে এই মেলার আয়োজন করছে বাজুস। দেশীয় জুয়েলারিশিল্পকে সমৃদ্ধি করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে এই মেলা। দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্যনতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি পাবে এখানে।’  

এবার মেলায় ৮টি প্যাভিলিয়ন, ১২টি মিনি প্যাভিলিয়ন ও ৩০টি স্টলে এতিহ্যবাহী ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ফেয়ার এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র দে, সদস্যসচিব উত্তম ঘোষ, সদস্য আসিফ ইকবাল, গণেশ দেবনাথ, মো. মনির হোসেন ও মো. আজাদ হোসেন।

বিনা মূল্যে চালকদের চোখের পরীক্ষা করাবে উবার বাংলাদেশ

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

অরাজক এলপিজির বাজার

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক ১০টি লাভজনক কোম্পানি শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত

ডিসেম্বরে অর্থনীতিতে গতি কিছুটা বেড়েছে

ইউনিলিভার-নেসলেসহ ১০ প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে বৈঠকে অর্থ উপদেষ্টা

সাধারণ বিমা কোম্পানির এজেন্ট লাইসেন্স স্থগিত

পাসপোর্ট এন্ডোর্সমেন্টে মানি চেঞ্জারদের সর্বোচ্চ ফি বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

এলপিজি সংকটে রিফিল হচ্ছে না ৪ কোটি ২৫ লাখ সিলিন্ডার, দাবি ব্যবসায়ীদের

অনলাইনে ভ্যাট রিফান্ড চালু, সরাসরি টাকা যাবে করদাতার ব্যাংক অ্যাকাউন্টে