হোম > সারা দেশ > ঢাকা

২১তম বিসিএস ফোরামের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বিজ্ঞপ্তি

২১তম বিসিএস ফোরামের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক। ছবি: বিজ্ঞপ্তি

২১তম বিসিএস অল ক্যাডার ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্যের এ কমিটির আহ্বায়ক হয়েছেন জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ড. মো. মিজানুর রহমান। যুগ্ম আহ্বায়ক (সাধারণ সম্পাদক) হয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমল হক, ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সাঈদ মোহাম্মদ আসাদুজ্জামান, ডিএমপির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রিয়াজুল হক, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক এ কে এম নুরুল হুদা আজাদ, অতিরিক্ত কর কমিশনার শেখ শামীম বুলবুল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম, গণপূর্ত অধিদপ্তর (ঢাকা) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আফসার উদ্দিন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কমান্ডার (কুমিল্লা) মো. মাহবুবুর রহমান।

সদস্য যথাক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. আব্দুল্লাহ হাক্কানী, পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি নাছিমা আক্তার, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শেখ জিয়ারাত ইসলাম, ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সোবহান, ডিএমপির অ্যাডিশনাল ডিআইজি মুহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মো. শহীদুল ইসলাম, ময়মনসিংহ রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. আবুল কালাম আজাদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কমান্ডার (বরিশাল) মো. আসাদুজ্জামান গনি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সোহেল শামসুদ্দীন ফিরোজ।

এই কমিটি গঠনের মাধ্যমে ২১তম বিসিএস অল ক্যাডার ফোরামের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা করা হচ্ছে।

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে

ব্যবসায়িক সংগঠনের সনদ দেওয়ার ক্ষমতা থাকছে না

চট্টগ্রাম বন্দর: ৪৫ লাখ টন পণ্য নিয়ে ভাসছে বড় বড় জাহাজ

বাজারদর: সবজির দাম চড়া, চাল চিনি, মুরগিও ঊর্ধ্বমুখী

২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি ঘোষণা

এলপিজি সংকটের জন্য ইরান পরিস্থিতি দায়ী: বিইআরসি চেয়ারম্যান