হোম > অর্থনীতি

ডিএসইতে লেনদেন কমেছে ২৪৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: টানা উত্থানের পর দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের পুঁজিবাজারে সবকটি মূল্য সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। সে সঙ্গে দরপতনের তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম দেড় ঘণ্টা এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। তবে শেষ ঘণ্টার লেনদেনে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। ফলে সূচকও নিম্নমুখী হয়ে পড়ে। পাশাপাশি ডিএসইতে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে ২৪৭ কোটি টাকা।

ফলে দিনের লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫১১ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্য সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে সোমবার লেনদেন হয়েছে ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে লেনেদেন কমেছে ২৪৭ কোটি ১৩ লাখ টাকা।

সোমবার লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিএসইতে দাম বেড়েছে ১০৫টির, দাম কমেছে ১৭৯টির এবং ৭০টির দাম অপরিবর্তিত ছিল।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৬৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ৬৫ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রবি’র লেনদেনের পরিমাণ ৫৩ কোটি ৯১ লাখ টাকা।

আর ডিএসইতে সোমবার লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ ফাইন্যান্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, ম্যাকসন স্পিনিং, প্রভাতী ইনস্যুরেন্স এবং নিটল ইনস্যুরেন্স।
দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৯ পয়েন্ট। সিএসইতে লেনদেনের পরিমাণ সোমবার ছিল ৬২ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেনকৃত ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দাম বেড়েছে, দাম কমেছে ১২৫টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত ছিল।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি: প্রকল্প ৮৫৬টি, বরাদ্দ শূন্য

চট্টগ্রাম বন্দরে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব উদ্বৃত্ত

অর্থ বিভাগের কর্মশালা: সরকারের অনিশ্চিত দায় ৬.৩৯ লাখ কোটি টাকা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত