অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের অংশ হিসেবে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে ‘সেবাগ্রহীতা ও অংশীজনদের অবহিতকরণ সভা’ করেছে সোনালী ব্যাংক পিএলসি। আজ রোববার (২২ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আজ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামিম উদ্দিন আহমেদ।
জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরেরা, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারেরা ও সংশ্লিষ্ট নির্বাহীরা অংশ নেন। এ ছাড়া ব্যাংকের সব জেনারেল ম্যানেজার অফিস ও প্রিন্সিপাল অফিসপ্রধান, সব শাখা ম্যানেজার ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সব কর্মকর্তা সভায় অংশ নেন।