হোম > অর্থনীতি

দাম কমাতে পেঁয়াজ আমদানি শুল্ক প্রত্যাহার

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

পেঁয়াজের দামে লাগাম টানতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজের মূল্য সহনীয় ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর মাধ্যমে পেঁয়াজের মোট করভার ১০ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। এর ফলে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কোনো শুল্ক-কর আরোপযোগ্য রইল না।

শুল্ক প্রত্যাহারের মাধ্যমে এনবিআর আশা করছে, আমদানি বৃদ্ধি পেয়ে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে। কমবে পেঁয়াজের দাম।

এনবিআর সূত্র বলছে, সম্প্রতি দেশে অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য পেঁয়াজের দামে অস্থিরতা দেখা দিয়েছে। যা সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়েছে। দেশে পেঁয়াজের চাহিদা ২৬ থেকে ২৭ লাখ টন। স্থানীয়ভাবে উৎপাদন দিয়ে দেশের চাহিদার ৭৫ থেকে ৮০ শতাংশ পূরণ করা সম্ভব হয়। অন্যদিকে পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকার ২০ শতাংশ হারে রপ্তানি শুল্ক আরোপ করেছে। দেশে প্রয়োজনীয় চাহিদা পূরণ ও ঊর্ধ্বমুখী বাজারমূল্য নিয়ন্ত্রণে আমদানি করা পেঁয়াজের সরবরাহ বাড়ানো আবশ্যক হয়ে পড়েছে। সে কারণে আমদানি ব্যয় কমাতে গত ৩১ অক্টোবর পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ কাস্টমস ডিউটি বা শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস