হোম > অর্থনীতি

ডলার-সংকট তীব্র, এডিপি বাস্তবায়ন ৮ বছরে সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের উত্তাপ শুরু হচ্ছে। এ সময়ে সাধারণত সরকার জনতুষ্টির প্রকল্পে বরাদ্দ ও ব্যয় বাড়িয়ে থাকে। তবে এবার ঘটছে উল্টো। অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বর সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি—এডিপির বাস্তবায়ন খুবই হতাশাজনক। এ সময়ে বাস্তবায়নের হার মাত্র সাড়ে ৭ শতাংশ। আর আগে ২০১৫-১৬ অর্থবছরে বাস্তবায়নের হার ছিল ৬ দশমিক ৭৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন গত ৮ বছরের মধ্যে কম। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, অর্থ খরচে সরকার কৃচ্ছ্রসাধন করছে। ডলারের বাড়তি দরসহ নানা কারণে অর্থনৈতিকভাবে সরকার বেশ চাপের মধ্যে রয়েছে। অতিগুরুত্বপূর্ণ প্রকল্প ছাড়া অর্থছাড় কমানো হয়েছে। জিনিসপত্রের অস্বাভাবিক দাম বাড়ার ফলে মূল্যস্ফীতি প্রায় ২ অঙ্কের ঘরে। একে কোনোভাবেই সহনীয় রাখা যাচ্ছে না। সরকার চায়, খরচের মাত্রা কমাতে। তাই নির্বাচনের বছর হওয়া সত্ত্বেও জনতুষ্টির প্রকল্পে অর্থছাড় সীমিত রাখা হয়েছে। বিশ্লেষকেরা মনে করেন, নির্বাচনের আগে আগে মানুষকে খুশি করতে সরকার সাধারণত জনতুষ্টির প্রকল্পে অর্থছাড় করে। তবে এবার হয়তো ব্যতিক্রম। কারণ সরকারের হাতে তহবিল-সংকট রয়েছে। রাজস্ব আয় ঠিকমতো হচ্ছে না।

লারের উচ্চমূল্যও চাপ সৃষ্টি করেছে। তা ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও একটা ব্যাপার হতে পারে। আবার উন্নয়ন কর্মসূচির ধীরগতির আরেকটি কারণ হলো বাস্তবায়নে অদক্ষতা। এটা রীতিতে পরিণত হয়েছে। কাজের মান খারাপ হওয়া আর বাস্তবায়নে পিছিয়ে থাকা অনেকটা দক্ষতারও বিষয়।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প