হোম > অর্থনীতি

চট্টগ্রাম–চীন সরাসরি জাহাজ চলবে, সিঙ্গাপুরি কোম্পানির ঘোষণা

সিঙ্গাপুরের জাহাজ কোম্পানি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইনস (পিআইএল) বাংলাদেশ ও চীনের মধ্যকার গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরের মধ্যে নতুন সরাসরি পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে। সাপ্তাহিক এই সেবায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে চীনা বন্দরে সরাসরি পণ্য পরিবহন করা হবে। 

নতুন পরিষেবার নাম দেওয়া হয়েছে চায়না চিটাগং এক্সপ্রেস (সিসিই)। এই পরিষেবা শুরু হবে আগামী ৩১ আগস্ট থেকে। পরিষেবাটি চালু হলে চীনের নিঙবো বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ চলবে। জাহাজ পরিষেবার একটি কনসোর্টিয়ামের অধীনে এটি করা হবে। 

সাপ্তাহিক সিসিই পরিষেবার মধ্যে জাহাজ চলবে নিঙবো–সাংহাই–শেকু–চট্টগ্রাম–নিঙবো। 

পিআইএলের অন্ত–এশিয়া পরিষেবার মহাব্যবস্থাপক সুরেন্দ্রন মাথিলাগাথ বলেন, চীনের কয়েকটি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সরাসরি পরিষেবা সম্প্রসারণ করতে পেরে আমরা খুশি। 

তিনি বলেন, সিসিই পরিষেবা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যে আরও সহায়ক হবে। সেই সঙ্গে এটি পণ্য পরিবহনে খরচ কমাবে এবং টেকসই হবে। বাংলাদেশ হয়ে ট্রান্সশিপমেন্ট হাব সিঙ্গাপুরকে যুক্তকারী বিডি১ এবং বিডি২ পরিষেবার পাশাপাশি এটি একটি নতুন সংযোজন। 

এ বছরের গ্রীষ্মের শুরুতে জাহাজ পরিষেবা প্রতিষ্ঠানটি ওয়েভবিএল–এর সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দেয়। এটি ডিজিটাল বাণিজ্য সমাধানের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। তারা গ্রাহকদের ইলেকট্রনিক বিল অব ল্যান্ডিং (ইবিএল) পরিষেবা দিয়ে থাকে। 

সাম্প্রতিক সময়ে বৈশ্বিক ডিজিটাল বাণিজ্য সমাধান বিজনেস প্রোসেস ম্যানেজমেন্ট (বিপিএম) প্রতিষ্ঠান ডব্লিউএনএস সিঙ্গাপুরের পিআইএলের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত