হোম > অর্থনীতি

সাইবার হামলার ভয়ে বন্ধ ডিএসইর ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইবার হামলার ভয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। গত শুক্রবার ভোর ৪টা থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত ডিএসই কর্তৃপক্ষ সব সিস্টেম ও ওয়েবসাইট বন্ধ রাখে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিস্টেম বন্ধ থাকলেও ওয়েবসাইট খোলা ছিল। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সাইবার হামলার আশঙ্কা ছিল। প্রযুক্তিগতভাবে যথেষ্ট নিরাপদ হলেও ওপরের নির্দেশনা থাকায় সতর্কতার অংশ হিসেবে সিস্টেম ও ওয়েবসাইট বন্ধ রাখা হয়। 

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্তিক আহমেদ শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমরা সতর্কতার জন্য বন্ধ রেখেছিলাম, যাতে কোনো ধরনের অঘটন না ঘটে। বৃহস্পতিবার ভোর থেকে বন্ধ রেখেছি।’ 

এক প্রশ্নের উত্তরে কোনো ধরনের প্রত্যক্ষ হুমকি ছিল না বলে জানান সাত্তিক আহমেদ শাহ। তিনি বলেন, ‘আমাদের যে ধরনের ম্যালওয়্যার নেওয়া আছে, তাতে হামলার আশঙ্কা থাকলেই সতর্কবার্তা চলে আসে। তবে এটা অন্য রকম হুমকি ছিল। সে জন্য আমাদেরকে যেভাবে বলা হয়েছে, সেই অনুযায়ী আমরা বন্ধ রেখেছিলাম।’ 

এদিকে, ডিএসইর ওয়েবসাইট বন্ধ থাকলেও চালু ছিল সিএসইর ওয়েবসাইট। তবে দুটি এক্সচেঞ্জেরই সিস্টেম বন্ধ ছিল বলে জানান সিএসইর এমডি এম সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, সিএসইর ওয়েবসাইট চালু রয়েছে, বন্ধ হয়নি। অন্যান্য সিস্টেম বন্ধ আছে, তবে ওয়েবসাইট চালু আছে। আর ডিএসইর ওয়েবসাইটও বন্ধ আছে। সাইবার হামলার ঝুঁকি এড়ানোর জন্যই এটা করা হয়েছে। 

ঝুঁকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ওয়াইড একটা বিষয় আছে। উইন্ডোজের প্রোগ্রামগুলো সম্ভবত কাজ করছিল না। আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে এ রকম একটা বিষয় আছে।’

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প