হোম > অর্থনীতি

দেশের বাজারে আজকের মুদ্রা বিনিময় হার: ২৯ জুলাই, ২০২৫

আজকের পত্রিকা ডেস্ক­

আজ ২৯ জুলাই, মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস। দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুসারে আজ ডলারের দাম কিছুটা বেড়েছে। চলতি মাসে সামগ্রিকভাবে ডলারের দাম ওঠানামা করছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৯৮ পয়সা ও সর্বনিম্ন দাম ১২২ টাকা ৮৯ পয়সা। ব্রিটিশ পাউন্ড স্টারলিং কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৬৪ টাকা ১২ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ১৬৪ দশমিক ২৯ টাকা।

মুদ্রা বাজারে আজ ইউরো বিক্রির ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৪২ টাকা ৪০ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ধরা হয়েছে ১৪২ টাকা ৫৩ পয়সা। ভারতীয় রুপি ক্রয়মূল্য ধরা হয়েছে ১ টাকা ৪২ পয়সা এবং বিক্রয়মূল্য ১ টাকা ৪২ পয়সার একটু বেশি। অস্ট্রেলিয়ান ডলারের দুই মূল্য যথাক্রমে ৮০ দশমিক ১১ ডলার ও ৮০ দশমিক ২১ ডলার।

এদিকে, আজ দেশের বাজারে চাইনিজ ইউয়ান কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৭ দশমিক ১১ টাকা, বিক্রির ক্ষেত্রে ধরা হয়েছে ১৭ দশমিক ১২ টাকা। তবে, জাপানি ইয়েনের ক্ষেত্রে বিক্রির মূল্য নির্ধারণ করা হয়েছে ০ দশমিক ৮৩ টাকা এবং বিক্রির ক্ষেত্রে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায়ই একই।

টাকার আন্তঃব্যাংক ও গ্রাহক লেনদেনের বিনিময় হার ডিলার ব্যাংকগুলো চাহিদা ও জোগানের ওপর ভিত্তি করে নির্ধারণ করে। বাজারে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক (বিবি) ডিলার ব্যাংকের সঙ্গে প্রচলিত আন্তঃব্যাংক বিনিময় হারে মার্কিন ডলার কেনা-বেচা করে।

সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে লেনদেনে বাংলাদেশ ব্যাংক যেসব বিনিময় হার ব্যবহার করে, তা নিচে উল্লেখ করা হলো। ঢাকার আন্তঃব্যাংক বাজারে সর্বোচ্চ ও সর্বনিম্ন মার্কিন ডলার/বাংলাদেশি টাকা (ইউএসডি/বিডিটি) কেনা ও বিক্রির হার এখানে দেখানো হয়েছে। অন্য বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারের হিসাব নিউইয়র্ক ও ঢাকার সমাপনী বিনিময় হারের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত