ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ার কোম্পানির ৮ দশমিক ১ শতাংশ শেয়ারের মালিকানা চলে গেছে বিনিয়োগ প্রতিষ্ঠান জিকিউজি পার্টনার্স ইনকরপোরেশনের হাতে। গত বুধবার এক ব্লক ডিলের মাধ্যমে আদানি পাওয়ারের ৮ শতাংশের মালিকানার হাতবদল হয়। বিষয়টির সঙ্গে জড়িত এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই চুক্তির বিষয়টি জানিয়েছেন।
ব্লক ডিল হলো এমন একধরনের চুক্তি, যার মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট দুটি পক্ষ কোনো একটি কোম্পানির বড় একটি অংশের শেয়ারের লেনদেন নিশ্চিত করেন এবং এরপর সেই লেনদেন বন্ধ হয়ে যায়। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, জিকিউজি পার্টনার্সের একাধিক তহবিল থেকে আদানি পাওয়ারের ১৫ কোটি ২১ লাখ শেয়ার কেনা হয়।
এদিকে, সংবাদমাধ্যমগুলোয় এই শেয়ার হাতবদলের খবর ছড়িয়ে পড়লেও আদানি গ্রুপ কিংবা জিকিউজি এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আদানি পাওয়ারে বিনিয়োগ করা ছাড়াও এর আগে ফ্লোরিডার ফোর্ট লডারডেলভিত্তিক জিকিউজি আদানি গ্রুপের আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে রেখেছে।