ইরাকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৮৫ বিলিয়ন ডলার। ২০০৩ সালের পর এটিই দেশটির সর্বোচ্চ রিজার্ভ।
আজ রোববার এ তথ্য জানিয়েছে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক।
ইরাকি কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আম্মার খালাফের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত আগস্টে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৮০ বিলিয়ন ডলার। এ বছরের শেষ নাগাদ রিজার্ভ ৯০ বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।
আগস্টে আম্মার আরও জানিয়েছিলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের রিজার্ভও ৩০ টন বেড়ে ১৩১ টনে দাঁড়িয়েছে।