হোম > অর্থনীতি

নওগাঁর ফুলকপিচাষিদের পাশে ‘স্বপ্ন’

নওগাঁর ফুলকপিচাষিদের পাশে ‘স্বপ্ন’। ছবি: সংগৃহীত

মেহেরপুর, রাজবাড়ীর পর নওগাঁর সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নে পৌঁছে গেছে ‘স্বপ্ন’ টিম। সেখানকার কৃষকদের চাষ করা ফুলকপির বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম পাচ্ছেন না বলে জানান কৃষকেরা।

সম্প্রতি এমন কিছু খবর গণমাধ্যমেও প্রচার হয়েছে। বিষয়টি দৃষ্টিগোচর হয় দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষের। গত দুই সপ্তাহে মেহেরপুর ও রাজবাড়ী থেকে ফুলকপি কিনে কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে ‘স্বপ্ন’। এবার মেহেরপুর, রাজবাড়ীর পর গত রোববার নওগাঁয় পৌঁছে যায় ‘স্বপ্ন’ টিম।

সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হয় ফুলকপি। এই ফুলকপি ঢাকাসহ ঢাকার বাইরের স্বপ্নের আউটলেটগুলোতে বিক্রি হচ্ছে।

প্রতিষ্ঠানটি নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামের তরদারপাড়া এলাকার ফুলকপি সবজিচাষি মো. আব্দুল খালেক, আবুল কালাম আজাদ, আব্দুস সামাদের কাছ থেকে কয়েক হাজার ফুলকপি কিনে নেওয়া হয়।

এ বিষয়ে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন এলাকার কৃষকদের ফুলকপি চাষ নিয়ে হতাশার বিষয়টি চোখে পড়ে আমাদের। এরপর মেহেরপুর, রাজবাড়ী ও নওগাঁ এলাকায় পৌঁছে যায় “স্বপ্ন” টিম এবং সেই সঙ্গে হতাশাগ্রস্ত কৃষকদের কাছ থেকে ফুলকপি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রেতাদের জন্য স্বপ্ন আউটলেটে থাকছে কৃষক ভাইদের জমির চাষের এই ফুলকপি। যেখানেই কৃষকের কান্না কিংবা হতাশার খবর চোখে পড়বে আমাদের, সেখানেই পৌঁছে যাবে স্বপ্ন টিম। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ।’

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি: প্রকল্প ৮৫৬টি, বরাদ্দ শূন্য

চট্টগ্রাম বন্দরে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব উদ্বৃত্ত

অর্থ বিভাগের কর্মশালা: সরকারের অনিশ্চিত দায় ৬.৩৯ লাখ কোটি টাকা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত