হোম > অর্থনীতি

আয়কর রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বরই থাকছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময় এবার বাড়ানো হবে না। আয়কর দাতারা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। তবে কেউ নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে না পারলে আইন অনুযায়ী বর্ধিত সময়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আবেদন করতে পারবেন। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন বলেন, ‘রিটার্ন দাখিলের নির্ধারিত সময় ৩০ নভেম্বরের পর এবার আর সময় বাড়ানো হবে না।’ তিনি বলেন, গত বছর করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল। তবে এবার আর তা করা হচ্ছে না।

এদিকে করোনা পরিস্থিতির কারণে এবার কর মেলার আয়োজন করেনি এনবিআর। তবে করদাতাদের সুবিধার্থে গত ১ নভেম্বর থেকে প্রতিটি কর অঞ্চলে কর মেলার পরিবেশে রিটার্ন গ্রহণ, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদান এবং কর তথ্যসেবা দেওয়া হচ্ছে। রিটার্ন দাখিলের পর করদাতারা তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্রও পাচ্ছেন।

উল্লেখ্য, বর্তমানে দেশে ৬০ লাখের অধিক কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। দেশের মোট ৩১টি কর অঞ্চলে বর্তমানে করদাতাদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। তারা নির্বিঘ্নে রিটার্ন দাখিল করছেন। 

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে