হোম > অর্থনীতি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে বরাদ্দ কমল প্রায় অর্ধেক

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্ধেকে নেমে গেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ। এবারের বাজেটে এ খাতে ২ হাজার ৪৫৫ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় অর্ধেক।

বাজেট বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে সংশোধিত বাজেট ছিল ৪ হাজার ৮৭৮ কোটি টাকা, যা মূল বাজেটে ছিল ৫ হাজার ৬৯৫ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ ছিল ৪ হাজার ৭৮৬ কোটি টাকা। অর্থাৎ, নতুন প্রস্তাবিত বাজেটটি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২ হাজার ৪২৩ কোটি টাকা কম।

বাজেট বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, এই খাতে বরাদ্দ কমানো হলেও সরকার অভ্যন্তরীণ বিমান চলাচলকে আরও শক্তিশালী করতে চায় এবং পর্যটনের অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে।

প্রস্তাবিত মোট বরাদ্দের মধ্যে ২ হাজার ৪০১ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এবং বাকি ৫৪ কোটি টাকা পরিচালন ব্যয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।

বিমান চলাচল ব্যয় কমাতে বাজেটে সব ধরনের জেট ফুয়েল ও অ্যাভিয়েশন স্পিরিটে আমদানি শুল্ক হার ৩ থেকে ১০ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ফ্লাইটে ভাড়া হ্রাস পেতে পারে এবং যাত্রীসংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল

বছর শেষে সোনার আউন্স উঠতে পারে ৪ হাজার ৮০০ ডলারে

নীল অপরাজিতা বদলে দিচ্ছে ভারতীয় কৃষি উদ্যোক্তাদের ভাগ্য

ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ থেকে বন্ধ হচ্ছে বিমানের ম্যানচেস্টার রুট

‘সিন্ডিকেটের কারসাজিতে এলপিজির দাম বৃদ্ধি’, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

মোস্তাফিজ ইস্যু দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর: অর্থ উপদেষ্টা

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

দুর্বল ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের জন্য ‘অকার্যকর’ ঘোষণা চলতি সপ্তাহে: গভর্নর

বিএনপি ক্ষমতায় গেলে অনেক সরকারি কাজ ব্যবসায়ীদের দেওয়া হবে: আমীর খসরু