হোম > অর্থনীতি

বিক্রি কমে যাওয়ায় ১৪ হাজার লোক ছাঁটাই করবে নকিয়া 

ফিনল্যান্ডের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করার কথা ঘোষণা দিয়েছে। উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে নকিয়ার ফাইভ জি ফোনের বিক্রির হার ২০ শতাংশ কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে।

নকিয়া জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে উত্তর আমেরিকার দেশগুলোসহ বিশ্ববাজারে তাদের ফাইভ জি ফোনের বিক্রি ২০ শতাংশ কমে গেছে। তাই ব্যয় সমন্বয় করতে তাঁরা অন্তত ১৪ হাজার জনকে ছাঁটাই করবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তাঁরা আগামী ২০২৬ সাল নাগাদ ৮০০ মিলিয়ন ইউরো থেকে অন্তত ১২০ কোটি ইউরো ব্যয় কমাতে চায়। একই সময়ে তাঁরা মোট উৎপাদনও ১৪ শতাংশ কমাতে চায়।

এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার নকিয়া জানিয়েছে, বর্তমানে তাদের ৮৬ হাজার কর্মী রয়েছে। ১৪ হাজার কর্মী কমিয়ে তারা আনুমানিক ৭২ থেকে ৭৭ হাজার কর্মী রাখতে চায়। বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৪ সালে অন্তত ৪০০ মিলিয়ন ইউরো বাঁচানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ ছাড়া ২০২৫ সালে নকিয়া আরও ৩০০ মিলিয়ন ইউরো ব্যয় কমাতে চায়।’

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ জানিয়েছে, গত বছর নকিয়ার মোট বিক্রি ছিল ৬২৪ কোটি ইউরো, কিন্তু এবার চলতি মাস পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ৪৯৮ কোটি ইউরো। বিষয়টির প্রতি আলোকপাত করে নকিয়ার প্রধান নির্বাহী পেক্কা লুন্ডমার্ক বলেন, ‘ক্রমবর্ধমান অনিশ্চয়তার কারণে আমাদের তৃতীয় প্রান্তিকে বিক্রি নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে। আগামী প্রান্তিকে আমরা আংশিকভাবে আমাদের ব্যবসায়ে উন্নতি করতে চাই।’

নকিয়া জানিয়েছে, আগামী দিনগুলো ব্যবসায়ে তেজিভাব আনতে তাঁরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে আরও বেশি ব্যয় করে অন্যান্য খাতে ব্যয় কমাবে। পাশাপাশি প্রতিষ্ঠানের বিজনেস ইউনিটকে আরও বেশি স্বায়ত্তশাসন দেবে নিজ সিদ্ধান্ত নেওয়ার।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি: প্রকল্প ৮৫৬টি, বরাদ্দ শূন্য

চট্টগ্রাম বন্দরে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব উদ্বৃত্ত

অর্থ বিভাগের কর্মশালা: সরকারের অনিশ্চিত দায় ৬.৩৯ লাখ কোটি টাকা

গভর্নরের মুখের কথায় ‘হ্যাঁ’ ভোটে সিএসআরের টাকা ঢালতে অস্বস্তি, প্রজ্ঞাপন চান ব্যাংকাররা

বেসরকারি পরিচালনায় পানগাঁও কনটেইনার টার্মিনালের কার্যক্রম ফের শুরু

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

সৌদি আরবে স্বর্ণের বিশাল ভান্ডার, নতুন করে ২ লাখ ২১ হাজার কেজির সন্ধান

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি: মার্কিন বলয় থেকে কেন বেরোতে চায় কানাডা

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত