হোম > অর্থনীতি

৪,৪২৩ কোটি টাকার বিমা দাবি আটকে আছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিমা খাতে ৪ হাজার ৪২২ কোটি ৫৮ লাখ টাকার বেশি বিমা দাবি অনিষ্পন্ন রয়েছে। এর মধ্যে জীবনবিমায় অনিষ্পন্ন দাবির পরিমাণ ২ হাজার ৯৯৭ কোটি ৬৬ লাখ টাকা এবং সাধারণ বিমায় ১ হাজার ৪২৪ কোটি ৯৩ লাখ টাকা।

২০২৩ সালের সেপ্টেম্বরের হিসাব প্রকাশ করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) অংশ হিসেবে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০২২-২৩ অর্থবছর শেষে দেশের বিমা খাতে অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল ৪ হাজার ৫২৯ কোটি ৫৫ লাখ টাকা। আর নতুন অর্থবছরের শুরুতে জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে নতুন করে ২ হাজার ২৭৯ কোটি ৬৬ লাখ টাকার বিমা দাবি উত্থাপন করা হয়েছে। সে হিসাবে মোট অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল ৬ হাজার ৮০৯ কোটি ২১ লাখ টাকা।

এর মধ্যে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে মোট ২ হাজার ৩৮৬ কোটি ৬৩ লাখ টাকার বিমা দাবি নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে জীবনবিমা খাতে পরিশোধ করা হয়েছে ২ হাজার ৫৪ কোটি ২০ লাখ টাকা এবং সাধারণ বিমা খাতে পরিশোধ করা হয়েছে ৩৩২ কোটি ৪৩ লাখ টাকা।

এ বিষয়ে আইডিআরএর পরিচালক ও মুখপাত্র জাহাঙ্গীর আলম বলেন, গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বিমা দাবি নিষ্পত্তির হার বেশ ভালো। এই সময়ে যে হারে বিমা দাবি নিষ্পত্তি হয়েছে, সেটা আগে কখনো হয়নি। 

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস

বাড়ল মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ