হোম > অর্থনীতি

বিজিএমইএ নির্বাচন: ঢাকায় প্রথম সাড়ে পাঁচ ঘণ্টায় ভোট পড়েছে ৪৩ শতাংশ, চট্টগ্রামে ৫৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দুপুর দেড়টা পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টায় ঢাকায় ভোট দিয়েছেন ৬৭৩ জন ভোটার, যা মোট ভোটারের ৪৩ শতাংশ। এছাড়া চট্টগ্রামে ভোট দিয়েছেন ১৭৭ জন, যা সেখানকার মোট ভোটারের ৫৮ শতাংশ।

এই উপস্থিতিকে সন্তোষজনক বলছেন প্যানেল লিডাররা। তাঁরা বলছেন, বিকেলের দিকে উপস্থিতি বাড়বে। তাই বাকি সময়ে শতভাগ উপস্থিতির আশা করছেন তাঁরা।

ঢাকার রেডিসন হোটেলে আজ শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। একই সঙ্গে চট্টগ্রামেও ভোট চলছে।

বিজিএমইএ জানায়, ঢাকায় ভোটারের সংখ্যা ১ হাজার ৫৬১। এর মধ্যে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ভোট দিয়েছেন ১৪ দশমিক ৪১ শতাংশ ভোটার।

সংগঠনটির ৩৫টি পরিচালক পদে নির্বাচনকেন্দ্রিক তিন জোট—ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে। এই দুই প্যানেল ঢাকা ও চট্টগ্রামে সব পদে প্রার্থী দিয়েছে। অন্যদিকে ঐক্য পরিষদের প্রার্থী মাত্র ছয়জন। অর্থাৎ মোট প্রার্থী ৭৬ জন।

এবার ভোটার রয়েছেন মোট ১ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৫৬১ ও চট্টগ্রামে ৩০৩ জন ভোটার। আগেরবার মোট ভোটার ছিলেন ২ হাজার ৪৯৬ জন। এবার শুধু সচল কারখানার উদ্যোক্তারা ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন। সে কারণে ভোটার সংখ্যা কমেছে।

নির্বাচনে ফোরামের প্যানেল লিডার বা দলনেতা হিসেবে আছেন রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদ হাসান খান। এর আগে সংগঠনের সহসভাপতির দায়িত্বে ছিলেন তিনি। অন্যদিকে সম্মিলিত পরিষদের দলনেতা হলেন চৈতি গ্রুপের এমডি মো. আবুল কালাম। এক দশক আগে সংগঠনের পরিচালক ছিলেন তিনি।

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা