হোম > অর্থনীতি

বিজিএমইএ নির্বাচন: ঢাকায় প্রথম সাড়ে পাঁচ ঘণ্টায় ভোট পড়েছে ৪৩ শতাংশ, চট্টগ্রামে ৫৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দুপুর দেড়টা পর্যন্ত সাড়ে পাঁচ ঘণ্টায় ঢাকায় ভোট দিয়েছেন ৬৭৩ জন ভোটার, যা মোট ভোটারের ৪৩ শতাংশ। এছাড়া চট্টগ্রামে ভোট দিয়েছেন ১৭৭ জন, যা সেখানকার মোট ভোটারের ৫৮ শতাংশ।

এই উপস্থিতিকে সন্তোষজনক বলছেন প্যানেল লিডাররা। তাঁরা বলছেন, বিকেলের দিকে উপস্থিতি বাড়বে। তাই বাকি সময়ে শতভাগ উপস্থিতির আশা করছেন তাঁরা।

ঢাকার রেডিসন হোটেলে আজ শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। একই সঙ্গে চট্টগ্রামেও ভোট চলছে।

বিজিএমইএ জানায়, ঢাকায় ভোটারের সংখ্যা ১ হাজার ৫৬১। এর মধ্যে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত ভোট দিয়েছেন ১৪ দশমিক ৪১ শতাংশ ভোটার।

সংগঠনটির ৩৫টি পরিচালক পদে নির্বাচনকেন্দ্রিক তিন জোট—ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে। এই দুই প্যানেল ঢাকা ও চট্টগ্রামে সব পদে প্রার্থী দিয়েছে। অন্যদিকে ঐক্য পরিষদের প্রার্থী মাত্র ছয়জন। অর্থাৎ মোট প্রার্থী ৭৬ জন।

এবার ভোটার রয়েছেন মোট ১ হাজার ৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৫৬১ ও চট্টগ্রামে ৩০৩ জন ভোটার। আগেরবার মোট ভোটার ছিলেন ২ হাজার ৪৯৬ জন। এবার শুধু সচল কারখানার উদ্যোক্তারা ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন। সে কারণে ভোটার সংখ্যা কমেছে।

নির্বাচনে ফোরামের প্যানেল লিডার বা দলনেতা হিসেবে আছেন রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদ হাসান খান। এর আগে সংগঠনের সহসভাপতির দায়িত্বে ছিলেন তিনি। অন্যদিকে সম্মিলিত পরিষদের দলনেতা হলেন চৈতি গ্রুপের এমডি মো. আবুল কালাম। এক দশক আগে সংগঠনের পরিচালক ছিলেন তিনি।

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%

অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ

সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন: মিডা চেয়ারম্যান আশিক মাহমুদ

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর