হোম > অর্থনীতি

সাড়ে ৫৪ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী বছরের (২০২৩) জন্য ৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার অর্থনৈতিক বিষসংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ বিষয়ে দুটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। 

পরে সভা শেষে সাংবাদিকদের প্রস্তাবের বিস্তারিত ব্যাখ্যা করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ার। 

রাহাত আনোয়ার বলেন, কমিটিতে তিনটি প্রস্তাব পাস হয়েছে। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুই প্রস্তাবের বিপরীতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ৫৪ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল (ক্রুড ওয়েল) আমদানি করবে, যার ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত এবং ১৬ লাখ টন অপরিশোধিত। 

রাহাত আনোয়ার আরও বলেন, বিপিসির মাধ্যমে সৌদি আরব ও আবুধাবির দুই প্রতিষ্ঠান থেকে ১৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড ওয়েল) ডিপিএম বা সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে। এ ছাড়া, বিপিসি জিটুজি ভিত্তিতে ৩৮ লাখ ৬০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানি করবে। 

সভায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে চট্টগ্রামের দক্ষিণ অঞ্চল পতেঙ্গা ও আশপাশের এলাকার পরিবেশবান্ধব স্যানিটেশন-ব্যবস্থা গড়ে তুলতে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন সুয়ারেজ প্রজেক্ট ফর পতেঙ্গা ক্যাচমেন্ট’ প্রকল্প নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার বিভাগের অধীনে চট্টগ্রাম ওয়াসা।

সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন: মিডা চেয়ারম্যান আশিক মাহমুদ

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন