হোম > অর্থনীতি

ভারতের ৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস আমরা দিইনি: আইএমএফ

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি সুব্রাহ্মনিয়ামের সাম্প্রতিক মন্তব্য আইএমএফের মতামতকে প্রতিনিধিত্ব করে না। বৈশ্বিক সংস্থাটিতে ভারতের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে সুব্রাহ্মনিয়াম মন্তব্যটি করেছিলেন। এ কথা বলেছে আইএমএফ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

আইএমএফের মুখপাত্র জুলি কোজ্যাক আজ শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, কৃষ্ণমূর্তি সুব্রাহ্মনিয়াম আইএমএফে ভারতের প্রতিনিধি হিসেবে তার ভূমিকার অংশ হিসেবে মন্তব্যটি করেছেন।

সম্প্রতি কৃষ্ণমূর্তি সুব্রাহ্মনিয়াম ভারতের প্রবৃদ্ধির হার ৮ শতাংশ হবে বলে অনুমান করেছিলেন। এই অনুমান আইএমএফের সর্বশেষ প্রবৃদ্ধির হারের অনুমান থেকে আলাদা। এ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন আইএমএফ মুখপাত্র।

গত ২৮ মার্চ নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে কৃষ্ণমূর্তি সুব্রাহ্মনিয়াম বলেছিলেন যে, ভারত যদি গত ১০ বছরে প্রয়োগ করা ভালো নীতিগুলোকে দ্বিগুণ এবং সংস্কারগুলোকে ত্বরান্বিত করে তবে ২০৪৭ সাল পর্যন্ত ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির হার ৮ শতাংশ হতে পারে।

তিনি বলেছিলেন, ‘মৌলিক ধারণাটি হচ্ছে, গত ১০ বছরে ভারত যে ধরনের প্রবৃদ্ধি অর্জন করেছে তাতে, আমরা যদি গত ১০ বছরে বাস্তবায়ন করা ভালো নীতিগুলো দ্বিগুণ করতে পারি এবং সংস্কারগুলো ত্বরান্বিত করতে পারি, তাহলে ভারত এখন থেকে ২০৪৭ সাল পর্যন্ত ৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে পারে।’

আইএমএফের মুখপাত্র স্পষ্ট করে বলেন, ‘আমাদের একটি নির্বাহী বোর্ড রয়েছে। সেই নির্বাহী বোর্ড নির্বাহী পরিচালকদের নিয়ে গঠিত, যারা দেশ বা একাধিক দেশের গোষ্ঠীর প্রতিনিধি। তাদের নিয়েই আইএমএফের নির্বাহী বোর্ড গঠিত। এবং এটি অবশ্যই আইএমএফ কর্মীদের কাজের থেকে আলাদা।’

আইএমএফ আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার বিশ্ব অর্থনৈতিক আউটলুক হালনাগাদ করবে। জুলি কোজ্যাক বলেন, ‘মধ্যমেয়াদি প্রবৃদ্ধির ব্যাপারে জানুয়ারি পর্যন্ত আমাদের প্রবৃদ্ধির অনুমান ছিল ৬ দশমিক ৫ শতাংশ। গত অক্টোবরের তুলনায় এই অনুমানটি ছিল সামান্য ঊর্ধ্বমুখী। আবার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই আমরা প্রবৃদ্ধির সর্বশেষ পূর্বাভাস উপস্থাপন করব।’

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস