হোম > অর্থনীতি > করপোরেট

এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত নিয়ে এএএবির উদ্বেগ: দ্রুত সমাধানের আহ্বান

বিজ্ঞপ্তি

দেশের স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত পেশাগত সংগঠন অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি), অন্যতম পুরোনো ও শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করাকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে। এএএবি এই বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে।

এএএবি একটি পেশাগত সংগঠন হিসেবে গত দুই দশকে বাংলাদেশের বিজ্ঞাপনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের মতে, বিজ্ঞাপনশিল্প কেবল পণ্য প্রচারেই সীমাবদ্ধ নয়, এটি বাজার গবেষণা, কনজ্যুমার বিহেভিয়র অ্যানালাইসিস, কনটেন্ট ডেভেলপমেন্ট ও মিডিয়া স্ট্র্যাটেজি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিল্পের সঙ্গে অসংখ্য প্রডাকশন হাউস, প্রিন্টিং প্রতিষ্ঠান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং প্রযুক্তিভিত্তিক সাপোর্ট প্রতিষ্ঠান যুক্ত থাকে, যাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি বিজ্ঞাপন ক্যাম্পেইন বাস্তবায়িত হয়। ফলে বিজ্ঞাপনশিল্প একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম যা হাজার হাজার মানুষের কর্মসংস্থান এবং জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

সম্প্রতি এশিয়াটিক থ্রিসিক্সটির ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করাকে কেন্দ্র করে কিছু প্রশাসনিক প্রক্রিয়া আলোচনায় এসেছে। এএএবি বিশ্বাস করে যে, বিষয়টি প্রশাসনিক ও আইনি প্রেক্ষাপটে বিবেচিত হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুত সমাধানের পথে নিয়ে যাবে। তবে তারা বিশেষ অনুরোধ জানিয়েছেন যেন এ ধরনের পরিস্থিতি বিজ্ঞাপনশিল্পের সামগ্রিক গতিপথ ও কর্মসংস্থানের পরিবেশে স্থবিরতা সৃষ্টি না করে।

এএএবি মনে করে, যেহেতু বহু আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থার ওপর নির্ভরশীল, তাই যেকোনো দীর্ঘমেয়াদি অচলাবস্থা দেশের অর্থনৈতিক ও সামগ্রিক ভাবমূর্তির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তারা আশাবাদী যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজনদের দূরদর্শিতায় এ ধরনের বিষয়গুলোর সুচিন্তিত ও সময়োপযোগী সমাধান বেরিয়ে আসবে।

বিজ্ঞাপনশিল্প সব সময়ই দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করে এসেছে। এএএবি এই শিল্পের সুস্থ বিকাশের স্বার্থে সবার সহযোগিতা প্রত্যাশা করছে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প