হোম > অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হচ্ছেন হাবিবুর রহমান ও খুরশীদ আলম 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হচ্ছেন ড. মো. হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলম। তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, এরই মধ্যে তাঁদের নিয়োগ-সংক্রান্ত নথিতে সই করে আদেশ জারির জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হবে।

খুরশীদ আলম এখন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক-১ হিসেবে কর্মরত আছেন। হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ। দুজনই নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে ডেপুটি গভর্নরের চুক্তিভিত্তিক পদে যোগদান করবেন।

নীতি অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সরকার কর্তৃক নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। ২০১৯ সালের ১১ জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ডেপুটি গভর্নর পদে যোগ্যতা ও নিয়োগ পদ্ধতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী ডেপুট গভর্নর নিয়োগের জন্য সরকার বাছাই কমিটি গঠন করতে পারবেন অথবা সরকার স্বীয় বিবেচনায় ওই পদে যেকোনো ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারবেন।

চলতি মাসেই ডেপুটি গভর্নরের দুটি পদ খালি হয়। এর মধ্যে ২ ফেব্রুয়ারি এ কে এম সাজেদুর রহমান খান ও ২৩ ফেব্রুয়ারি আবু ফরাহ মো. নাছেরের চুক্তির মেয়াদ শেষ হয়। এ ছাড়া ডেপুটি গভর্নর হিসেবে আছেন কাজী ছাইদুর রহমান ও নুরুন নাহার।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শূন্য দুই পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম ও প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমানের নাম প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া সদ্য সাবেক ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের পলিসি অ্যাডভাইজার হিসেবে এক বছরের জন্য নিয়োগ পাচ্ছেন।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস