হোম > অর্থনীতি

রাশিয়ার তেল কেনায় নিষেধাজ্ঞা নিজেই লঙ্ঘন করছে মার্কিন যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন নিজ দেশের সরকারের নিষেধাজ্ঞাই উপেক্ষা করছে। রাশিয়ার তেলের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু পেন্টাগন কম দামে বিভিন্ন হাত ঘুরে আসা রাশিয়ার তেল কিনছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত মঙ্গলবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে রাশিয়ার তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিলেও পেন্টাগন রাশিয়ার কাছ থেকে তেল কিনছে এমন প্রতিষ্ঠানের কাছ থেকে পেট্রোলিয়াম কেনা অব্যাহত রেখেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের অন্যতম শীর্ষ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রিসের মোটর ওয়েল হেলাস। ঈজিয়ান সাগর তীরে এই প্রতিষ্ঠানটির নিজস্ব রিফাইনারি রয়েছে। রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী একটি বন্দর থেকে তুরস্ক হয়ে তেল যাচ্ছে মোটর ওয়েল হেলাসের রিফাইনারিতে। সংবাদমাধ্যমটি বিভিন্ন জ্বালানি পরিবহনকারী ট্যাংকারের গতিপথের রেকর্ডের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে। 

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল প্রথমে তুরস্কের দারতাইওল বন্দরে আসে। সেখান থেকে বিভিন্ন ট্যাংকারের মাধ্যমে মোটর ওয়েল হেলাসের রিফাইনারিতে পৌঁছায়। তবে তার আগে অবশ্যই আরও একাধিকবার বিভিন্ন হাত ঘুরে আসে রাশিয়ার তেল। 
 
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে আক্রমণের পর পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও জি সেভেন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। হিসাব বলছে, দারতাইওল বন্দরে যে পরিমাণ তেল আসে তার ৬৯ শতাংশই পাঠিয়েছে রাশিয়া। যা পরিমাণে ২৭ লাখ ব্যারেল। 

জ্বালানির বাজার গবেষণা প্রতিষ্ঠান আরবিএন এনার্জির বিশ্লেষক রবার্ট আউয়ারস ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘এসব তথ্য প্রমাণ থেকে আমি একটা সম্ভাব্য সিদ্ধান্তেই পৌঁছাতে পারছি। আর তা হলো—রাশিয়ার জ্বালানি মোটর ওয়েল হেলাসের কাছে পৌঁছাচ্ছে। 
 
তবে পেন্টাগন রাশিয়ার উৎস থেকে যাওয়া কী পরিমাণ জ্বালানি কিনেছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি ওয়াশিংটন পোস্ট। সংবাদমাধ্যমটি বলেছে, ‘পেন্টাগন রাশিয়ার উৎস থেকে আসা কী পরিমাণ জ্বালানি কিনেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা