হোম > অর্থনীতি

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বাড়ল ৮ হাজার ৮০০ কোটি টাকা

ছবি: এএফপি

মাত্র এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও ব্যাংকের আমানতের পরিমাণ ৩২ গুণের বেশি বেড়েছে। ২০২৩ সালে যেখানে এই অঙ্ক ছিল ১৮ মিলিয়ন সুইস ফ্রাঁ, ২০২৪ সালে তা লাফিয়ে ৫৮৯.৫৪ মিলিয়ন ফ্রাঁ হয়েছে, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ হাজার ৮৩২ কোটি টাকা।

সম্প্রতি প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, বাংলাদেশি ব্যাংকগুলোর আমানত ২০২৩ সালের ৩.৪৮ মিলিয়ন ফ্রাঁ থেকে বেড়ে ২০২৪ সালে দাঁড়িয়েছে ৫৭৬.৬১ মিলিয়নে, যা ১৬৫ গুণেরও বেশি। তবে ব্যক্তি পর্যায়ে কিছুটা কমেছে—১২.৬২ মিলিয়ন ফ্রাঁ, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ কম।

এই পরিসংখ্যান ১৯৯৬ সাল থেকে সংগৃহীত তথ্যের মধ্যে পঞ্চম সর্বোচ্চ এবং গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ছিল ২০২১ সালে—৮৭১.১ মিলিয়ন ফ্রাঁ।

বিশ্লেষকদের মতে, দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলারের সংকট এবং বিদেশে অর্থ স্থানান্তরের খোলামেলা সুযোগের ফলে সুইস ব্যাংকগুলোতে আবারও আগ্রহ বেড়েছে। বিশেষ করে ব্যাংক পর্যায়ের আমানতের এতটা উল্লম্ফন বৈদেশিক বিনিয়োগ বা আমদানি-রপ্তানির নামে অর্থ পাচারের ইঙ্গিত দিচ্ছে বলেও মত দিয়েছেন অর্থনীতিবিদেরা।

তবে সুইস ন্যাশনাল ব্যাংকের এই পরিসংখ্যান শুধু আমানতের অঙ্ক প্রকাশ করে, এর মধ্যে কোনো অর্থ বৈধ না অবৈধ তা উল্লেখ থাকে না।

২০১৮ সাল থেকে বিশ্বজুড়ে ‘অটোমেটিক এক্সচেঞ্জ অব ইনফরমেশন’ (এইওআই) চালু করেছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)। এর আওতায় ২০২৪ সালে সুইস ফেডারেল ট্যাক্স প্রশাসন ১০৮টি দেশের সঙ্গে প্রায় ৩.৭ মিলিয়ন ব্যাংক হিসাবের তথ্য বিনিময় করেছে।

কিন্তু ওইসিডির সর্বশেষ (২০২৫ সালের মার্চ) তথ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশ এখনো এই প্ল্যাটফর্মে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেয়নি। অথচ ভারত ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলো ইতিমধ্যে সক্রিয়ভাবে এতে যুক্ত হয়ে তথ্য আদান-প্রদান করছে।

২০২২ সালে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সন্দেহভাজন ৬৭ বাংলাদেশির ব্যাংক তথ্য জানতে সুইস কর্তৃপক্ষকে অনুরোধ জানায়। কিন্তু মাত্র একজনের ব্যাপারে তথ্য মিলেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের আইন ও প্রক্রিয়া এখনো আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছায়নি, যার ফলে সুইস ব্যাংকগুলো বাধ্য নয় এসব তথ্য দিতে।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত