হোম > অর্থনীতি

মিরসরাইয়ে ব্যাগ-লাগেজের কারখানা করবে দক্ষিণ কোরীয় কোম্পানি, বিনিয়োগ ৯৭৬ কোটি টাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ সোমবার ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের মধ্যে লিজ চুক্তি সই হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৮ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯৭৬ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা দরে)। এই বিনিয়োগে ব্যাগ, লাগেজ ও উচ্চমানের গার্মেন্টস পণ্য উৎপাদনের লক্ষ্যে একটি সমন্বিত কারখানা হবে, যেখানে কর্মসংস্থান হবে প্রায় ১০ হাজার ৯৬০ জনের।

আজ সোমবার ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও প্রতিষ্ঠানটির মধ্যে লিজ চুক্তি সই হয়। বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন ও পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের চেয়ারম্যান বোমজুন পার্ক চুক্তিতে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

চুক্তি অনুযায়ী, ৫৭ হাজার ৬০০ বর্গমিটার জমিতে কারখানাটি গড়ে তোলা হবে। এখানে হ্যান্ডব্যাগ, ব্যাকপ্যাক, লাগেজের পাশাপাশি নিট ও ওভেন পোশাক—পোলো শার্ট, টি-শার্ট, প্যাডেড ও ডাউন জ্যাকেট, ট্রাউজার, স্পোর্টসওয়্যার ও আন্ডারগার্মেন্টস উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীদের জন্য ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা ও সহযোগিতা দিতে বেপজা অঙ্গীকারবদ্ধ। বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সেবাব্যবস্থার আধুনিকায়ন, অটোমেশন ও ডিজিটাল সেবার পরিধি বাড়ানো হচ্ছে। একই সঙ্গে তিনি পার্ক হ্যান্ডব্যাগের চেয়ারম্যানকে বেপজার অধীনে পরিচালিত ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও দক্ষিণ কোরীয় বিনিয়োগ আকৃষ্ট করার আহ্বান জানান।

পার্ক হ্যান্ডব্যাগ বিডি লিমিটেডের চেয়ারম্যান বোমজুন পার্ক জানান, তাঁদের প্রতিষ্ঠান কোচ ও কেট স্পেডের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য ব্যাগ উৎপাদন করবে। তিনি বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎপাদনকেন্দ্র হিসেবে উল্লেখ করেন এবং বেপজার দ্রুত ও সহজ বিনিয়োগসেবার প্রশংসা করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনার ভরি ২ লাখ ৬০ হাজার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল

ভারতের গাড়ির বাজারে ইইউর বড় সুযোগ, ৭০ শতাংশ শুল্ক ছাড়ের সম্ভাবনা

মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে সামরিক শিল্পাঞ্চল

চট্টগ্রামের আনোয়ারায় দেশের প্রথম মুক্তবাণিজ্য অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত

খেলাপি ঠেকাতে করপোরেট ঋণ কমাবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

সোনার দামে বৈশ্বিক অস্থিরতার চাপ, ৬ হাজার ডলার ছাড়ানোর পূর্বাভাস

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি

মুক্তবাণিজ্য নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় বসছে বাংলাদেশ–দক্ষিণ কোরিয়া

বৈশ্বিক সোনার বাজারে আগুন, রেকর্ড গড়ে দাম ছাড়াল ৫০০০ ডলার

পোশাকশিল্পের সুতা আমদানি: বন্ড সুবিধা প্রত্যাহারের প্রস্তাব নিয়ে উভয়সংকটে সরকার