হোম > অর্থনীতি

দুই বছরেও জরিমানার অর্থ শোধ করেনি স্বদেশ ইসলামী লাইফ

আজকের পত্রিকা ডেস্ক­

নতুন প্রজন্মের বিমা কোম্পানি স্বদেশ ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড দুই বছর পার হলেও এখনো জরিমানার অর্থ পরিশোধ করেনি। ২০২৩ সালের ১০ মে বিমা আইন লঙ্ঘনের দায়ে কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিমা আইন, ২০১০-এর ১৩০ ধারার অধীনে এই জরিমানা আরোপ করে। তবে দীর্ঘ সময় পার হলেও কোম্পানিটি অর্থ পরিশোধে গড়িমসি করছে। এ পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার আইডিআরএর পরিচালক (আইন) মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে জরিমানার অর্থ অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় বিমা আইন, ২০২০ ও দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইডিআরএর চিঠিতে উল্লেখ করা হয়, স্বদেশ ইসলামী লাইফ অতিরিক্ত কমিশন ব্যয়ের মাধ্যমে বিমা আইন, ২০১০-এর ৫৮ ও ৫৯ ধারা এবং কর্তৃপক্ষের সার্কুলার নম্বর লাইফ ০৩(খ) ২০১২ সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। এই অনিয়মের কারণে ২০২৩ সালের ১০ মে এ কোম্পানিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানির আপত্তি খারিজ করে আগের আদেশ বহাল রাখা হয় এবং জরিমানা পরিশোধের জন্য পুনরায় চিঠি পাঠানো হয়। কিন্তু কোম্পানিটি এখন পর্যন্ত জরিমানার অর্থ পরিশোধ করেনি।

এ পরিস্থিতিতে জরিমানার ৫ লাখ টাকা আইডিআরএর নামে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে অবিলম্বে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

ই-কমার্সে দিনে ৩ হাজার কেজি গুড়ের ব্যবসা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সঞ্চয়পত্র আগের সুদে বিক্রয় শুরু রোববার

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেক্সিমকো জোর করে সুকুক বন্ড বিক্রি করে দেশের বন্ড বাজার ক্ষতিগ্রস্ত করেছে: গভর্নর

নতুন ইসলামি সুকুক বন্ড আনছে সরকার: গভর্নর

ইসলামি ব্যাংকিং শুধু ধর্মীয় আবেগ নয়, পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা: গভর্নর

সুদের হার হঠাৎ কমানো সহজ সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা