হোম > অর্থনীতি

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য কাস্টমসের ‘ফাস্ট ট্র্যাক সার্ভিস’ চালু

আজকের পত্রিকা ডেস্ক­

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি কমাতে নতুন সেবা চালু করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ‘ফাস্ট ট্র্যাক সার্ভিস’ নামে পরিচিত এই সেবা অনুমোদিত পরিমাণের অতিরিক্ত শুল্কারোপযোগ্য পণ্য তাৎক্ষণিক শুল্ক পরিশোধের মাধ্যমে খালাস করার সুযোগ দিচ্ছে।

এতে করে এখন থেকে অতিরিক্ত মালামাল নিয়ে আসা যাত্রীরা বিমানবন্দরেই শুল্ক প্রদান করে পণ্য নিতে পারবেন। শুল্ক পরিশোধে সাময়িক অসুবিধা হলে, যাত্রীরা ২১ দিনের মধ্যে শুল্ক প্রদান করে পণ্য ছাড়িয়ে নিতে পারবেন। এর আগে এসব মালামাল আটক হলে কাস্টম হাউসে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তা ছাড়ানোর ঝামেলায় পড়তে হতো।

ঢাকা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আল আমীন বলেন, এখন যাত্রীরা দালালের খপ্পরে পড়বেন না এবং দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় শুল্ক পরিশোধ করতে পারবেন। এটি প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য সুসংবাদ।

ব্যবসায়ীরাও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, নতুন নিয়মে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। বিশেষ করে কসমেটিকস, পারফিউম, বেবিফুড, এবং মোবাইলের মতো পণ্য আমদানি সহজ হবে।

ঢাকা কাস্টম হাউসের কমিশনার মোবারা খানম বলেন, ‘আমাদের লক্ষ্য সেবার মান বাড়ানো। এ উদ্যোগে যাত্রীদের ভোগান্তি কমবে এবং রাজস্ব আদায়ও নিশ্চিত হবে। এই উদ্যোগ যাত্রীসেবা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে।’

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%

অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ