হোম > অর্থনীতি > করপোরেট

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’

ক্লেমনের পরিবারে সংযোজিত হলো ‘ক্লেমন জিরো’। ছবি: সংগৃহীত

ক্লেমনের সৌজন্যে অ্যাকটিভ পালস ১০ কিলো ম্যারাথনের এক্সপোতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল ব্র্যান্ড ক্লেমনের নতুন ভেরিয়েন্ট ‘ক্লেমন জিরো’। হোটেল রেনেসাঁর বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে ফিটনেস লাভারদের কথা চিন্তা করে ক্লেমন নিয়ে এল ক্লেমন জিরো।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্লিয়ার ড্রিংকস ব্র্যান্ড ক্লেমন। শহর, গ্রাম কিংবা মফস্বলে উৎসবে, আয়োজনে কিংবা নিত্যদিনের চাহিদায় ক্লেমন পৌঁছে গেছে সবার হাতে হাতে। দিন দিন মানুষ আরও বেশি ফিটনেস সচেতন হয়ে উঠছে। তাই সুগারের কারণে অনেকেই সব ধরনের বেভারেজ এড়িয়ে চলেন। তবে রিফ্রেশিং কোনো ড্রিংক পান করার ইচ্ছা তাঁদেরও থাকে। এই প্রয়োজনের কথা মাথায় রেখে ক্লেমন নিয়ে এল ক্লেমন জিরো।

অনুষ্ঠানে ক্লেমন জিরো নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর অপারেশন সৈয়দ জহুরুল আলম বলেন, ‘আমরা সবাই ফিজি ড্রিংক এনজয় করতে পছন্দ করি। তবে ফিটনেস নিয়েও যেন কম্প্রোমাইজ করতে না হয়, তাই ক্লেমন নিয়ে এল সুগার ফ্রি ক্লেমন জিরো। আশা করি, ক্লেমন জিরো সবার ভালো লাগবে ও সাফল্য লাভ করবে।’

অনুষ্ঠানে সিএমও মাইদুল ইসলাম ও ক্লেমনের ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে

ব্যবসায়িক সংগঠনের সনদ দেওয়ার ক্ষমতা থাকছে না

চট্টগ্রাম বন্দর: ৪৫ লাখ টন পণ্য নিয়ে ভাসছে বড় বড় জাহাজ

বাজারদর: সবজির দাম চড়া, চাল চিনি, মুরগিও ঊর্ধ্বমুখী

২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি ঘোষণা

এলপিজি সংকটের জন্য ইরান পরিস্থিতি দায়ী: বিইআরসি চেয়ারম্যান