হোম > অর্থনীতি

স্বর্ণের দাম কমানোর এক দিনের মধ্যেই ফের বাড়াল বাজুস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বাজারে দুই দিনে দুইবার স্বর্ণের দাম কমানোর পর তৃতীয় দিনেই আবার বাড়াল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের কথা জানায় বাজুস।

যেখানে গতকাল বুধবার সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম কমানো হয় ১ হাজার ১৬৬ টাকা। এতে দুই দিনে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা কমানোর কথা জানানো হয়। আজ বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলেও জানানো হয়েছিল। 

আজ সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (খাঁটি সোনা) মূল্য বেড়েছে। এ অবস্থায় আজ বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভা করে। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে আগামীকাল শুক্রবার (২৪ মার্চ) থেকে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের বর্ধিত দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৯৭ হাজার ৬২৬ টাকা করা হয়েছে। অর্থাৎ পরপর দুই দিন দাম কমিয়ে আবার আগের দামে ফিরে গেল বাজুস।

এর আগে গত বুধবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৯৬ হাজার ৪৬১ টাকা করা হয়েছিল। আর ১৮ মার্চ ঘোষণা দিয়ে এক লাফে সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এরপর গত মঙ্গলবার ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯৭ হাজার ৬২৮ টাকা করা হয়েছিল। 

এর আগেও আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতির কথা বলে কয়েক ধাপে স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস।

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে

ব্যবসায়িক সংগঠনের সনদ দেওয়ার ক্ষমতা থাকছে না

চট্টগ্রাম বন্দর: ৪৫ লাখ টন পণ্য নিয়ে ভাসছে বড় বড় জাহাজ

বাজারদর: সবজির দাম চড়া, চাল চিনি, মুরগিও ঊর্ধ্বমুখী

২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি ঘোষণা

এলপিজি সংকটের জন্য ইরান পরিস্থিতি দায়ী: বিইআরসি চেয়ারম্যান