হোম > অর্থনীতি

পাট থেকে ডলার আয়ে প্রয়োজন বাড়তি অর্থায়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ডলার সংকটের সময় পাটজাত পণ্য, রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার নতুন সম্ভাবনা রয়েছে। পুরো বিশ্ব জলবায়ু পরিবর্তনে উষ্ণতা নিয়ন্ত্রণে রাখতে প্লাস্টিক ও সিনথেটিক পণ্য ব্যবহারের পরিবর্তে পাটজাত পণ্য ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ পাটজাত পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের উৎস শক্তিশালী করতে পারে, যা ডলার সংকটে অগ্রণী ভূমিকা রাখবে। তবে পর্যাপ্ত অর্থায়ন ছাড়া এ সুযোগ কাজে লাগানো সম্ভব নয়। এ জন্য রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) মতো বড় ধরনের অর্থায়ন প্রয়োজন। পাশাপাশি কাঁচা পাটসহ এ খাতের পণ্যের ওপর ২ শতাংশ উৎসে কর বাতিল করতে হবে। 

গতকাল এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মো. আবুল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। 

মো. আবুল হোসেন বলেন, সোনালি ঐতিহ্যের পাটশিল্পকে রক্ষায় ইডিএফের ন্যায় জেএসডিএফ (জুট সেক্টর ডেভেলপমেন্ট ফান্ড) গঠন করতে হবে। কাঁচা পাটের ওপর ২ শতাংশ উৎসে কর বাতিল করতে হবে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক শতভাগ বাস্তবায়ন ও পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি পাটকলগুলোর মেশিনারিজের আধুনিকায়নের জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের ন্যায় ৩০ শতাংশ ভর্তুকি দিতে হবে। এ ছাড়া এ খাতে স্বল্প সুদে ঋণ ও ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সুদ মওকুফ করতে হবে।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস