হোম > অর্থনীতি

পাট থেকে ডলার আয়ে প্রয়োজন বাড়তি অর্থায়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ডলার সংকটের সময় পাটজাত পণ্য, রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার নতুন সম্ভাবনা রয়েছে। পুরো বিশ্ব জলবায়ু পরিবর্তনে উষ্ণতা নিয়ন্ত্রণে রাখতে প্লাস্টিক ও সিনথেটিক পণ্য ব্যবহারের পরিবর্তে পাটজাত পণ্য ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ পাটজাত পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের উৎস শক্তিশালী করতে পারে, যা ডলার সংকটে অগ্রণী ভূমিকা রাখবে। তবে পর্যাপ্ত অর্থায়ন ছাড়া এ সুযোগ কাজে লাগানো সম্ভব নয়। এ জন্য রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) মতো বড় ধরনের অর্থায়ন প্রয়োজন। পাশাপাশি কাঁচা পাটসহ এ খাতের পণ্যের ওপর ২ শতাংশ উৎসে কর বাতিল করতে হবে। 

গতকাল এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মো. আবুল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। 

মো. আবুল হোসেন বলেন, সোনালি ঐতিহ্যের পাটশিল্পকে রক্ষায় ইডিএফের ন্যায় জেএসডিএফ (জুট সেক্টর ডেভেলপমেন্ট ফান্ড) গঠন করতে হবে। কাঁচা পাটের ওপর ২ শতাংশ উৎসে কর বাতিল করতে হবে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক শতভাগ বাস্তবায়ন ও পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি পাটকলগুলোর মেশিনারিজের আধুনিকায়নের জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের ন্যায় ৩০ শতাংশ ভর্তুকি দিতে হবে। এ ছাড়া এ খাতে স্বল্প সুদে ঋণ ও ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সুদ মওকুফ করতে হবে।

ছয় মেগা প্রকল্পের মেয়াদ আবার বাড়াচ্ছে সরকার

নিষিদ্ধ করতে চায় সরকার, আপত্তি খাতসংশ্লিষ্টদের

আড়াই লাখ ছাড়িয়ে সোনার দামে নতুন রেকর্ড

নিপ্পন পেইন্টকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

এমএসএমই খাতের বৈশ্বিক প্রসারে সরকারি নীতিসহায়তা ও ব্র্যান্ডিং জরুরি

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শোক

বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর

পরিবারতন্ত্রের মাধ্যমে দেশের ২০ থেকে ২৫ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে: গভর্নর